এ কোন অবতারে ধরা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী?

সম্প্রতি এবার নীল অবতারে ধরা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী! যদিও কী কারণে মুখে এমন রং করতে দেখা দিয়েছে তাকে সে বিষয়ে কিছু জানা যায়নি। আপাতত সেই বিষয়ে ধোঁয়াশায় রয়েছেন দর্শকেরা। টলিউডের এই জনপ্রিয় অভিনেতা সোশ্যাল মিডিয়াতে ভীষণই সক্রিয়।

নিত্যদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিভিন্ন ছবি, ভিডিও পোস্ট করা থেকে শুরু করে সাম্প্রতিক বিষয় নিয়েও টিপ্পনি করতে দেখা যায়। সম্প্রতি সেরকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে তার মুখ নীল বর্ণ, গায়ে সাধারণ ফতোয়া এবং পেছনে ঝুলছে বাঘছালের পোশাক।

যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন তাহলে কি নতুন কোনো কাজের ইঙ্গিত দিয়েছেন তিনি? যদিও সে বিষয়ে তিনি কিছু বলেননি। শুধুমাত্র ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘এক নীল বর্ণ খেয়াল।’ এই ছবি দেখার পর বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন দর্শকেরা। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন এটি কি আগামী কোনো কাজের লুক?

উল্লেখযোগ্য, খুব শীঘ্রই তাকে দেখা যাবে রাজ চক্রবর্তীর ‘দলবদল’ সিনেমায়। ইতিমধ্যেই হাইকোর্ট চত্বরে শ্যুটিং করতে দেখা গিয়েছে মিঠুন, ঋত্বিক এবং শুভশ্রীকে। মনে করা হচ্ছে ঋত্বিকের বাবার চরিত্রে অভিনয় করবেন মিঠুন। এছাড়াও তাকে দেখা যাবে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সিনেমায়।

যেটি পরিচালনার দায়িত্ব রয়েছেন সৃজিত মুখার্জি। এর পাশাপাশি প্রকাশ্যে এসেছে তার আরও একটি সিনেমা ‘পরিচয় গুপ্ত’র টিজার। সবমিলিয়ে বলতে গেলে প্রচুর কাজ রয়েছে তার হাতে। আপাতত সেসব কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন এই অভিনেতা।