এক সময় তাদের প্রেম ছিল খোলা বইয়ের মতোন। সকলে ভেবেছিলেন জীবনের বাকিটা দিন হয়তো একসাথেই কাটাবেন তারা। তবে অতিরিক্ত কোনো কিছুই যেমন ভালো নয়, তেমনটাই সত্যি প্রেমের ক্ষেত্রেও। অতিরিক্ত ভালোবাসা, অধিকারবোধ ফাটল ধরিয়েছে ঐশ্বর্য্য এবং সলমনের সম্পর্কে।
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সেটে প্রেমের সূত্রপাত দু’জনের। এরপর বেশ কিছু সময় সম্পর্কে আবদ্ধ ছিলেন তারা। তবে ধীরে ধীরে ঐশ্বর্য্যর প্রতি অধিকারবোধ বাড়তে থাকে সলমনের। এমনকি একসময় নাকি তার গায়েও হাত তুলেছিলেন তিনি।
সেখানেই সব শেষ! সলমনের কাছে আর ফিরে যাননি ঐশ্বর্য্য। কেটে গিয়েছে ২০ বছরেরও বেশি সময়। দীর্ঘদিন একে অপরের মুখ পর্যন্ত দেখেন না তারা। তবে সম্প্রতি এক ছাদের তলাতেই ধরা দিয়েছিলেন দু’জন। আসলে রাধিকা এবং অনন্তর বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল এই দু’জনকে।
পারিবারিক কলহের জল্পনা বজায় রেখে মেয়েকে নিয়ে আলাদা উপস্থিত হন ঐশ্বর্য্য। অন্যদিকে বচ্চন পরিবারের বাকিদের একসঙ্গে দেখা গিয়েছিল ফটোশ্যুট করতে। যা দেখার পর সকলের মনে বারবার প্রশ্ন উঠে আসছে তাহলে কি অভিষেক এবং ঐশ্বর্য্য সত্যিই বিচ্ছেদের পথে?
Legends #SalmanKhan Rekha pic.twitter.com/x1TKbi6wwZ
— Ifty khan (@Iftykhan15) July 14, 2024
যদিও অন্য একটি ছবিতে দেখা যায় স্বামীর পাশে বসেই মেয়েকে নিয়ে বিয়ে দেখছেন ঐশ্বর্য্য। আর তার আশপাশ দিয়ে বারবার হেঁটে যাচ্ছেন সলমন। কখনো অতিথিদের আপ্যায়ন করছেন, আবার কখনো নতুন দের স্বাগত জানাচ্ছেন। যদিও দু’জনকে একটি কথা বলতেও দেখা যায়নি।