‘সিঁদুরের বদলা সিঁদুরে!’..পহেলগাঁও হামলার মোক্ষম জবাব দিলো ভারত, ধূলিসাৎ ৯ জঙ্গী ঘাঁটি

সিঁদুরেই সিঁদুরের বদলা নিলো ভারত! সাক্ষী রইলো গোটা বিশ্ব। পহেলগাঁওতে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল পাকিস্তানের জঙ্গীরা ১৫ দিনের মাথায় তারই প্রতিশোধ নিলো ভারত। মধ্যরাতে যখন সকল ঘুমিয়ে ছিলেন তখনই ভারতের সশস্ত্র বাহিনী হামলা চালায় পাকিস্তানের নয়টি সন্ত্রাস-শিবিরে।

‘অপারেশন সিঁদুর’ নামক এই হামলা সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলাগুলির মধ্যে অন্যতম। কিছুদিন আগে পহেলগাঁওতে নিরপরাধ পর্যটকদের উপর হামলা চালিয়েছিল সন্ত্রাসবাহিনী। সদ্যবিবাহিতা-সহ বেশ কয়েকজন মহিলার সিঁদুর কেড়ে নিয়েছিল তারা। সেই জবাব দিতেই ‘অপারেশন সিঁদুর’ নাম দেওয়া হয়েছে এই হামলার।

ভারত যে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে তার প্রথম ইঙ্গিত পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। প্রথমে একটি সেনাবাহিনীর সামরিক মহড়ার ভিডিও দেখা যায়। যার ক্যাপশনে লেখা ছিল, ‘আক্রমণ করতে প্রস্তুত, জয়ের জন্য প্রশিক্ষিত।’ তার ঠিক পরেই একটি ছবি পোস্ট করে লেখা হয় ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জয় হিন্দ!’

একইসাথে সরকারের তরফ থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘কোনো পাকিস্তানি সামরিক ঘাঁটিতে আঘাত করা হয়নি। আমাদের পদক্ষেপগুলি কেন্দ্রীভূত, পরিমাপিত এবং অ-উত্তেজক প্রকৃতির… ভারত লক্ষ্যবস্তু নির্বাচন এবং মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতিতে যথেষ্ট সংযম প্রদর্শন করেছে।’

অন্যদিকে যে নয়টি স্থানে হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে জৈশ-ই-মহম্মদের শক্ত ঘাঁটি বাহাওয়ালপুর। লস্কর-ই-তৈয়বার (পহেলগাঁওতে যারা হামলা করেছিল) সদর দপ্তর মুরিদকে, গুলপুর, ভিম্বর, চক আমরু, বাগ, কোটলি, শিয়ালকোট এবং মুজাফফরাবাদ। যদিও পাকিস্তানের তরফ থেকে বলা হয় এই ঘটনা হলো ‘যুদ্ধের পদক্ষেপ।’

error: Content is protected !!