জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন পিভি সিন্ধু, জীবনসঙ্গীটি কে? চিনুন তাকে

ভারতের জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু এবার তার জীবনে নতুন ইনিংস শুরু করতে চলেছেন। আগামী ২২শে ডিসেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। পাত্র বেঙ্কট দত্ত সাই। যদিও পাত্র খেলেন না তবে খেলার দুনিয়ার সঙ্গে যুক্ত। তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা। তিনি আইপিএল-এও কাজ করেছেন। বেঙ্কট ফাউন্ডেশন অফ লিবারাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন থেকে ডিপ্লোমা করেছেন।

এরপর ২০১৮ সালে ফ্লেম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) করেছেন বেঙ্কট। বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে এমবিএ (মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন) করেছেন তিনি। এরপর তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ শুরু করেন।

বেঙ্কট ২০১৯ সাল থেকে সাওয়ার অ্যাপ্‌ল অ্যাসেট ম্যানেজমেন্ট নামের একটি সংস্থায় ম্যানেজিং ডিরেক্টরের কাজ শুরু করেন। বর্তমানে তিনি পসিডেক্স টেকনোলজিস নামের একটি সংস্থায় এগ্জিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন। বেঙ্কট কয়েক বছর জেএসডব্লিউ সংস্থার সঙ্গে কাজ করেছেন। জেএসডব্লিউ গোষ্ঠী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক।

এহেন পাত্রের সঙ্গে আগামী ২২শে ডিসেম্বর বিয়ে করতে চলেছেন ভারতের জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড়। সংবাদমাধ্যমকে পিভি সিন্ধুর বাবা পিভি রমনা জানিয়েছেন, দুটো পরিবারই দীর্ঘ দিন একে অপরকে চেনে। তবে এক মাস আগে বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই একটাই সময় খুঁজে বার করা গিয়েছে। কারণ জানুয়ারি থেকে সিন্ধুর সূচি খুবই কঠিন।

এরপর তিনি জানান, “সে কারণেই ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান রাখা হয়েছে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশন হবে। তার পরেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দেবে সিন্ধু। পরের মরসুমটা খুবই গুরুত্বপূর্ণ।” ২০শে ডিসেম্বর থেকে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যাবে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক