খুব শীঘ্রই এবার হয়তো প্রেমিক শিখর পাহাড়িয়ার সাথে গাঁটছড়া বাঁধতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর! সম্প্রতি তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন এই ষ্টারকিড। তার পরিবারের সকলেই বলিউডের সাথে যুক্ত।
সেরকমভাবেই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। তার অভিনীত সর্বশেষ সিনেমা হলো ‘ময়দান।’ যেটি প্রযোজনার দায়িত্বে ছিলেন তার বাবা বনি কাপুর। সম্প্রতি এই সিনেমারই প্রিমিয়ারে হাজির হয়েছিলেন তিনি। সেখানে তার গলার ‘হার’এ চোখ আটকে গিয়েছে সকলের।
এদিন তার পরনে ছিল সাদা ব্লেজার, খোলা চুল, কানে ছোট্ট দুল। তবে গলার হারে লেখা ছিল ‘শিখু’। প্রেমিকের নামে একটি হীরের হার পরে এসেছিলেন তিনি। তাহলে কি এবার খুব শীঘ্রই প্রেমিক শিখর পাহাড়িয়ার সাথে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।
একটি রিয়্যালিটি শো’তে এসে মুখ ফসকে প্রেমিক শিখু অর্থাৎ শিখর পাহাড়িয়ার নাম বলে ফেলেছিলেন জাহ্নবী। জানিয়েছিলেন তিনি ভালোবেসে তাকে ‘শিখু’ বলে ডাকেন। অন্যদিকে কয়েকদিন আগেই আবার তার বাবা বনি কাপুরও তাদের সম্পর্ককে সকলের সামনে তুলে এনেছিলেন।
বলেছিলেন, ‘ও পাশে থাকার ছেলে। দুঃসময়ে গোটা কাপুর পরিবারের পাশে দাঁড়িয়েছে শিখর। কঠিন সময়ে নিজের সাধ্যমতো আমাদের পাশে থেকেছে। তা সে জাহ্নবীরই হোক বা আমার কিংবা অর্জুনের। আমাদের সকলকে সঙ্গ দিয়েছে। আমরা ভাগ্যবান যে ওকে আমাদের জীবনে পেয়েছি।’
আরও পড়ুন,
*‘hotness of Ranveer.. ‘, রইলো ছবি
*শোভন-সোহিনীর বিয়ে প্রসঙ্গে ইমন বলছেন, ‘আমি পরের পাতা…’