‘পর্দার প্রেম কি এবার বাস্তবে …?’ সাহেবের কাঁধে মাথা রেখে ‘ভালোবাসার ইঙ্গিত’ সুস্মিতার

অভিনেত্রী সুস্মিতা দে ও অভিনেতা সাহেব ভট্টাচার্যকে এক জুটিতে দেখা গেছে স্টার জলসার পর্দায় “কথা” ধারাবাহিকের মাধ্যমে, এটি সন্ধ্যা ৭ টার সময় সম্প্রচারিত হয়। এই জুটি দর্শকদের কাছে এই অল্প কয়েকদিনে দারুন জনপ্রিয়তা অর্জন করেছে। শুধুমাত্র সিরিয়ালেই নয় অনুগামীরা চান তারা বাস্তব জীবনেও প্রেম করুক, ইতিমধ্যেই অভিনেত্রী সুস্মিতা দে এর কথায় আরো বেশি করে দর্শকের জল্পনা বেড়ে গেল।

কি এমন বললেন সুস্মিতা দে?

সম্প্রতি সুস্মিতা দে তার ইনস্ট্রা আইডিতে সাহেব ভট্টাচার্যের সাথে একাধিক যুগল ছবি পোস্ট করেন। ছবিতে তাদের পোশাক আশাক দেখেই বোঝাই যাচ্ছে তারা শুটিং ফ্লোরেই আছেন, অভিনেত্রীকে একটি গোলাপি রঙের শাড়ির সাথে সাদা ব্লাউজ এবং অভিনেতাকে গোলাপি রঙের শার্টের সাথে সাদা প্যান্ট পড়তে দেখা গেছে যেগুলো দেখে বুঝাই যাচ্ছে তাদের শুটিংয়ের পোশাক। তাদের ছবি দেখে মনে হচ্ছে তারা যেন বাস্তব জীবনেও প্রেম করছেন।

অনুগামীরা কি বলছেন?

কেউ কেউ মন্তব্য করেছেন,’ পর্দার প্রেম কি এবার বাস্তবে রূপান্তরিত হলো’? কেউ বলল, ‘তোমাদের জুটি একসঙ্গে দারুন মানায়’। একজন বলল হে ঈশ্বর! গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য তোমরাই দায়ী।

সম্প্রতি অভিনেতা সাহেব ভট্টাচার্য শুটিং সেরে বাড়ি ফেরার পথে তার একটি অ্যাক্সিডেন্ট হয়, এতে অভিনেতা আহত হন। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন এটাই জানা যায় ।

আরও পড়ুন,
*হৃত্বিকের ডিভোর্সের ১০ বছর পর ‘কারন’ ফাঁস বোন সুনয়নার!