অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে প্রায় সকলেই কম বেশি চেনেন। যদিও তিনি বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন, তবুও “মিঠাই” সিরিয়ালের মাধ্যমেই তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন, এই ধারাবাহিকে সৌমিতৃষার বিপরিতে কাজ করেছেন আদ্রিত, তাদের জুটি বাঙালির মন জয় করে নিয়েছে।

এবার পর্দার মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু সিরিয়ালের গন্ডি পাড় করে, সিনেমার পর্দায় পদার্পণ করেছেন। অভিনেত্রীকে “প্রধান” সিনেমায় দেবের বিপরীতে কাজ করতে দেখা গেছে, এটি তার করা প্রথম সিনেমা। এই ছবিটি ২০২৩ এর শেষের দিকে রিলিজ করেছিল। জানা গেছে অভিনেত্রীকে পরবর্তীতে
১০ই জুন সিনেমাতে দেখা যাবে, এই সিনেমাতে সৌরভ দাস এর সাথে কাজ করতে দেখা যাবে তাকে, তবে সিনেমাটি কবে রিলিজ হবে তা এখনো অস্পষ্ট।

অভিনেত্রীর প্রচুর ফ্যান বেস, তাইতো সে বাস্তব জীবনে কোথায় যাচ্ছেন, কার সাথে ঘুরছেন, কি খাচ্ছেন না খাচ্ছেন তার খোঁজ রাখেন অনুগামীরা। সম্প্রতি সৌমিত্রিশা তার ইনস্টাগ্রামে আভাস দেন সে কেমন ছেলেকে প্রেমিক হিসেবে চান!!

সৌমিতৃষা তার instagram স্টোরিতে জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার রিল শেয়ার করেন। ভিডিওটিতে জাহ্নবী কাপুর ও শিখর একে অপরের হাত ধরে তিরুপতি মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। জাহ্নবী কাপুরের পরনে ছিল হলুদ শাড়ি এবং অপরদিকে শিখর পাহাড়িয়ার পরণে ছিল ধুতি, তাদের এই রিলটির উপরে ক্যাপশনে লেখা ছিল, ‘কফি বা ক্লাব ডেট চাই না ব্রো, একসাথে মন্দিরে যেতে চাই।।

রিলটি শেয়ার করে অভিনেত্রী সৌমিতৃষা কিছু লেখেনি, তবে তার করা পোস্টটি দেখে বোঝা গেল তার মধ্যে যথেষ্ট ঈশ্বর ভক্তি রয়েছে, তাই তার ভক্ত প্রেমিকই চাই। জানা গেছে সিরিয়ালের সেটে বা মেকআপ রুমে ও নাকি সৌমিতৃষা ঠাকুর রাখতেন, এটা অনেকেই জানেন যে তিনি কৃষ্ণভক্ত।

এ বছরই জাহ্নবী শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কের কথা অফিসিয়ালি জানান। সম্প্রীতি জাহ্নবী ভগবানের কাছে পুজো দিতে জান তিরুপতি মন্দিরে। জানা গেছে খুব শীঘ্রই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

আরও পড়ুন,
*‘পর্দার প্রেম কি এবার বাস্তবে …?’ সাহেবের কাঁধে মাথা রেখে ‘ভালোবাসার ইঙ্গিত’ সুস্মিতার