Sonakshi-Jaheer: স্ত্রী সোনাক্ষী সিনহার (Sonakshi) বেবি বাম্প আগলে রেখেছেন স্বামী জাহির ইকবাল! সম্প্রতি এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর সকলে একটা কথাই বলছেন তাহলে সন্তান আসার জল্পনাই সত্যি? খুব শীঘ্রই মা হতে চলেছেন অভিনেত্রী। তবে আসল বিষয়টি কিন্তু সম্পূর্ণ আলাদা।
আসলে বরাবর স্ত্রীর সাথে খুনসুটিতে মেতে ওঠেন জাহির। যে কোনো অনুষ্ঠান হোক বা কোথাও ঘুরতে যাওয়া সারাক্ষণ সোনাক্ষীকে বিরক্ত করতে থাকেন জাহির। যদিও এই বিষয়টি অভিনেত্রী ভালোমতোই উপভোগ করেন। সম্প্রতি সেরকমই এক দৃশ্য উঠে এসেছে।
একটি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন দু’জন। তবে সেখানে পৌঁছতেই জাহির মজা করে সোনাক্ষীর পেটে হাত দিয়ে বোঝাতে চান যে তিনি মা হতে চলেছেন। তবে তখনই জাহির বলে চিৎকার করে ওঠেন সোনাক্ষী। তবে একবার নয় পরপর দু’বার এমন কাণ্ড করেন তার স্বামী।
যা দেখার পর অনেকেই মনে করছেন মজার ছলেই হয়তো এই খুশির খবরটি প্রকাশ্যে আনতে চলেছেন তারা। যদিও এখনো পর্যন্ত তাদের দুজনের তরফ থেকে কিছুই জানানো হয়নি। সম্পূর্ণটাই মজার ছলে করেছেন জাহির। অন্যদিকে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছে সোনা সত্যিই নাকি মা হতে চলেছেন।
কারণ, বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তিনি তার পোশাক দিয়ে পেট ঢাকার চেষ্টা করছেন। যা এই প্রশ্নকে অনেকটাই উস্কে দিয়েছে। উল্লেখ্য, যদিও তাদের বিয়ে নিয়ে বেশ সমালোচনা হয়েছিল তবে দু’জনে সুখে সংসার করছেন।