ছোটপর্দায় নতুন মুখ হিসেবে আত্মপ্রকাশেই শিরিন পাল এখন আলোচনার কেন্দ্রবিন্দু। জ়ি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ নায়িকা অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়া রায়ের জায়গায় এসেই বাজিমাত করেছেন তিনি। প্রথম পর্ব থেকেই দর্শক তাঁর সঙ্গে আর্য—অর্থাৎ জীতু কমল-এর রসায়ন বেশ পছন্দ করেছেন।
কিন্তু সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তাঁদের ঘনিষ্ঠ দৃশ্যকে ঘিরে—কারণ পর্দায় শিরিনের রোম্যান্টিক জুটির পিছনে বাস্তবে রয়েছেন তাঁর বহু দিনের ‘প্রিয় বন্ধু’ ও প্রেমিক, অভিনেতা জিৎ সুন্দর। বর্তমানে তিনি নিজেও অভিনয় করছেন ধারাবাহিক ‘কম্পাস’-এ।
অভিনয়ে ঘনিষ্ঠ দৃশ্য, বাস্তবে কী বলছেন জিৎ সুন্দর?
শিরিনের সঙ্গে তাঁর সম্পর্ক বহু দিনের। দু’জনেই মঞ্চাভিনেতা, একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন। তাই পর্দায় প্রিয় মানুষটিকে অন্য পুরুষের বাহুর মধ্যে দেখলে তাঁর অস্বস্তি হয় কি না—এই প্রশ্ন এখন বহু দর্শকের।
তবে আনন্দবাজারকে দেওয়া জিৎ সুন্দরের জবাব ছিল অত্যন্ত পরিমিত ও স্পষ্ট—
> “শিরিনের পেশা অভিনয়, সে তার কাজ করছে। এতে ব্যথা বা অস্বস্তি হওয়ার কোনও কারণ নেই।”
তিনি আরও জানান—
> “ভরসা বা নিরাপত্তাহীনতা—কোনওটাই আমার মধ্যে নেই। আমিও অভিনেতা, তাই জানি পর্দায় যা দেখি তা অভিনয়, বাস্তব নয়।”
সেটে যাওয়ার প্রশ্নে সরাসরি উত্তর
কেউ কেউ ভাবছেন, জিৎ কি কখনও শুটিং সেটে গিয়ে দৃশ্য দেখেন? জিৎ এ প্রশ্নে বলেন—
> “যেমন কেউ অন্যের অফিসে যায় না, তেমনই অন্যের শুটিং সেটেও যাওয়ার নিয়ম নেই। কাজের জায়গায় আমরা দু’জনই এই শিষ্টাচার মেনে চলি।”
একসঙ্গে বসে দেখেছেন সেই দৃশ্য!
মজার বিষয়—জিৎ সুন্দর জানিয়েছেন, তিনি এবং শিরিন দু’জনেই নিজেদের শুটিং শেষে একসঙ্গে বসে সেই রোম্যান্টিক দৃশ্য দেখেছেন।
জিতের ভাষায়—
> “শিরিনের অভিনয় খুব ভালো লেগেছে। আরও ভালো লেগেছে যে জীতুদা ওকে খুব আগলে রাখছেন।”
শিরিন নিজেও নাকি এসভিএফ ও চ্যানেলের সবার প্রশংসা করেছেন, কারণ তাঁরা নতুন মুখ হিসেবে তাঁকে যথেষ্ট সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য দিচ্ছেন।
আরও পড়ুন
হানিমুনে কোথায় যাচ্ছেন নবদম্পতি সামান্থা-রাজ? প্রকাশ্যে তাঁদের গোপন পরিকল্পনা
আগেও ক্যামেরার সামনে শিরিন
এই প্রথম নয়—শিরিন আগে অভিনয় করেছেন এসভিএফ-এর সিরিজ ‘বীরাঙ্গনা’ এবং জ়ি বাংলার ‘ফাঁদ’-এ। ফলে ক্যামেরার সামনে তাঁর কাজ একেবারেই নতুন নয়। তাই জিৎও বিশেষ কোনও পরামর্শ দিতে হয়নি বলে জানান।
আরও পড়ুন
ছেলেমেয়েরা কি সম্পত্তি থেকে বঞ্চিত? এদেরকেই কোটি কোটি টাকা দিয়ে গেলোনা ধর্মেন্দ্র
গসিপ নয়, অভিনয়টাই আসল—বিশ্বাস জিৎ সুন্দরের
জিতের মতে,
> “প্রেম, গসিপ—কোনওটাই চিরস্থায়ী নয়; একজন অভিনেতার আসল পরিচয় তার অভিনয়।”
তিনি চান—শিরিন তার কাজ দিয়ে আরও সাফল্য পাক, এটাই তাঁর প্রার্থনা।
আরও পড়ুন
ঋষভের বারণ না শুনে বিপাকে রণবীর: ‘কান্তারা’ দেবীর অভিনয় ঘিরে তুঙ্গে বিতর্ক