সোশ্যাল মিডিয়ায় জীতু কমলের যে কোনও পোস্টই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পর্দার বাইরে নিজের ব্যক্তিগত জীবন, কাজের ব্যস্ততা থেকে শুরু করে দৈনন্দিন নানা মুহূর্ত তিনি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। সেই কারণেই তাঁর প্রতিটি পোস্টে চোখ রাখেন অসংখ্য অনুরাগী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জীতু এমন কিছু ছবি পোস্ট করেছেন, যা দেখে প্রথমে চমকে গেছেন অনেকেই। ছবিতে স্পষ্ট দেখা যায়, অভিনেতার গোটা পিঠ জুড়ে লাল লাল চাকা চাকা দাগ, পাশাপাশি রয়েছে একাধিক সুচ ফুটানোর চিহ্ন। ছবি দেখেই প্রশ্ন উঠতে শুরু করে—হঠাৎ কী হল জীতুর? তিনি কি আবার অসুস্থ?
তবে এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেতা নিজেই। জানা গিয়েছে, কোনও শারীরিক অসুস্থতা নয়, বরং দীর্ঘদিনের ব্যথা ও ক্লান্তি থেকে মুক্তি পেতেই তিনি নিয়েছেন বিশেষ থেরাপি। বর্তমানে একদিকে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং, অন্যদিকে সিনেমার কাজ—দুটো সামলাতে গিয়ে শারীরিক চাপ বেড়েছিল অভিনেতার। সেই কারণেই তিনি বেছে নিয়েছেন গ্লাস কাপিং সেট থেরাপি।
এই থেরাপিতে বিশেষ কাচের গোল চাকতির মতো কাপ পিঠে বসিয়ে দেওয়া হয়, যার ফলে শরীরের গভীর ব্যথা ধীরে ধীরে কমে আসে। থেরাপির পরেই ত্বকে এই ধরনের লাল গোল দাগ দেখা যায়, যা কিছুদিনের মধ্যেই মিলিয়ে যায়। পাশাপাশি ঘাড় ও কাঁধের ব্যথা কমাতে নেওয়া হয়েছে সুচ থেরাপিও, যেখানে নির্দিষ্ট জায়গায় সূক্ষ্ম সুচ ফুটিয়ে রাখা হয়।
আরও পড়ুন
শুটিংয়ের ফাঁকে বিয়ের প্রস্তুতি: নতুন জীবনের পথে মধুমিতা সরকার
যদিও জীতু জানিয়েছেন, এই থেরাপিতে তিনি যথেষ্ট উপকার পেয়েছেন, তবু তাঁর পিঠের দাগ দেখে মন খারাপ ভক্তদের। অনেকেই মন্তব্য করেছেন, “দেখে খুব কষ্ট লাগছে”, কেউ লিখেছেন, “ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম”, আবার কারও প্রশ্ন, “এইভাবে নিজেকে কষ্ট দেওয়ার কি খুব দরকার ছিল?”
আরও পড়ুন
টলিউডে নীরব ইতিহাস! সমকামী বিয়ে ! ছাদনাতলায় দুই অভিনেত্রী
সব মিলিয়ে, জীতুর শরীরের দাগ ঘিরে সাময়িক উদ্বেগ তৈরি হলেও আশার কথা—অভিনেতা সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং ব্যথা কমাতেই নিয়েছেন এই বিশেষ থেরাপি। ভক্তদের ভালবাসা আর চিন্তাই যেন প্রমাণ করে, পর্দার বাইরে জীতু কতটা আপন তাঁদের কাছে।
আরও পড়ুন
মন্দ কথাকে পাত্তা নয়, ভালোবাসাতেই জবাব: বিবাহবার্ষিকীতে অঙ্কিতা-ভিকির আদুরে উদ্যাপন