ফের বিয়ের পিঁড়িতে বসবেন জিতু কমল! মুখ খুললেন প্রাক্তন স্ত্রী নবনীতা দাস

প্রাক্তন স্বামীর ‘বিয়ে’ নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী নবনীতা দাস! সম্প্রতি শোনা যায় যে অভিনেতা জিতু কমল আরো একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বৃহস্পতিবার এই খবর উঠে আসতে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। যদিও নেহাতই মজার ছলে নিজের এনগেজমেন্টের কথা পোস্ট করেছিলেন জিতু।

তার মতে তিনি এই পোস্ট অন্য একজনের থেকে চুরি করেছেন। কারণ, তিনি বাড়ি বসে বোর হচ্ছিলেন। তবে তার এই এনগেজমেন্টের খবর পৌঁছেছে প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের কাছেও। এদিন তাকে প্রশ্ন করা হয় সত্যি যদি জিতু বিয়ে করেন তাহলে কী বলবেন তিনি? উত্তরে বলেন, ‘শুভেচ্ছা জানাবো। সকলেরই নিজের জীবনে এগিয়ে যাওয়া উচিত। শুধু অতীতে যে ভুলগুলো করেছে সেগুলো যেন আর না হয়। বাকি সব ভালো হোক।’

এরপরে তাকে জিজ্ঞেস করা হয় তিনি কি পুরনো স্মৃতি ভুলে বিয়ে করতে চাইবেন? তারও কি কোনো গোপন সম্পর্কের খবর রয়েছে? তবে অভিনেত্রী সরাসরি বলেন, একেবারেই নয়। তিনি নাকি তার নিজের খবরই জানেন না। আসলে পুরনো বিষয়টি থেকে বের হয়ে আসতে তার অনেকটা সময় লেগেছে। আরো কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন তিনি।

তিনি বলেন, ‘আমার বেশ কিছু জিনিস জিতুর কাছে রয়েছে। এই সময় অন্য কারোর কাছে যাওয়া মানে নিজের অতীত সাথে করে নিয়ে যাওয়া। সেটা যে প্রেমই হবে এমনটা নয়। কারো সাথে কথা বললেও সেইরকম হয়ে যায়। যদি কেউ আমার জীবনে আসেন তিনি হয়তো ভীষণ দায়িত্ববান হবেন। তবে সমস্যাগুলো আমার সাথেই যাবে।’

এখানেই শেষ নয় তিনি আরো বলেন, একটা সম্পর্ক থেকে মানসিকভাবে বের হয়ে আসা অতটা সহজ নয়। তবে তিনি এভাবে অতীতে আটকে থাকতে চান না। দ্রুত এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে চান এবং তার একা থাকারও কোনো ইচ্ছে নেই। আবার প্রেম নিয়েও তিনি কিছু বলেননি। আর বিয়ে নিয়ে ভাবার মতোন জায়গায় তিনি এখনো পৌঁছতে পারেননি।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক