জুবিন গার্গের মামলায় ন্যায়বিচার নিশ্চিত, জনগণের উদ্দেশ্যে কী বার্তা দিনেল অসম সরকার?

সিঙ্গাপুরে জুবিনের মৃত্যু হয় গত ১৯ সেপ্টেম্বর। এর পর থেকে আন্দোলিত সমগ্র অসম। গায়ক জুবিনের অন্ত্যেষ্টির পরেও সেই উত্তেজনা, আবেগ অব্যাহত। তারই বহিঃপ্রকাশ ঘটছে কোথাও কোথাও হিংসার ঘটনায়।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিজ্ঞা

492937 himanta sa2

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর সরকার আসামের জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। শনিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিজ্ঞা করেছেন যে তাঁর সরকার সংগীত শিল্পী জুবিন গার্গের মামলায় ন্যায়বিচার নিশ্চিত করবে, সরকার ব্যর্থ হলে আগামী বিধানসভা নির্বাচনে তাঁর সরকারকে ভোট দিতে না করেছে ভোটারদেরকে।

জনগণের উদ্দেশে একটি ভিডিয়ো মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের ওপর বিশ্বাস রাখুন। আমরা নিশ্চিত করব যে এই মামলায় ন্যায়বিচার হবে। আমরা ব্যর্থ হলে আমাদের শাস্তি দিন। কিন্তু মানুষের দুঃখকে গুজব ও ভুল তথ্য ছড়ানোর কাজে ব্যবহার করবেন না। তিনি আরও বলেন, জুবিনের জন্য বিচার চাইছে মানুষ, তিনি তাদের পাশে আছেন। মৃত্যুর জন্য দায়ী সকলেই যাতে আইনের মুখোমুখি হয় তা নিশ্চিত করা অসমের মুখ্যমন্ত্রী হিসেবে এটা তাঁর কর্তব্য । তিনি আরও বলেন এই দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

হিমন্ত বিশ্বশর্মা জোর দিয়ে বলেন, তাঁর সরকার অসমের জনগণের কাছে উত্তর দেবে। গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা বা উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তের কাছে নয়।

আরও পড়ুন,
ইউভানের হাত ধরে ঠাকুর দেখল ছোট্ট বোন ইয়ালিনি, ছেলে-মেয়ের আনন্দ দেখে উচ্ছ্বসিত রাজ-শুভশ্রী

মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি

অভিযুক্ত দুজনকে অসম পুলিসের অপরাধ তদন্ত বিভাগের (CID) সামনে হাজির হতে বলা হয়। , মুখ্যমন্ত্রী আরও জানান, অসম পুলিস শনিবার মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে। এই নোটিশ তাদের কোনো সমুদ্রবন্দর, স্থল বা বিমানবন্দর সীমান্ত দিয়ে ভারত ত্যাগ করতে বাধা দেবে।

আরও পড়ুন,
Srabanti: ছেলে-বৌমাকে নিয়ে হইহই করে সপ্তমী কাটালেন শ্রাবন্তী! দেখুন সেই বিশেষ মুহূর্তের ছবি

error: Content is protected !!