প্রশংসা নয় বরং একটি বিশেষ পোশাক কাজলের আত্মমর্যাদা বাডিয়ে তুলেছে! জানালেন এই পোস্টে

একটি বিশেষ পোশাক তার আত্মমর্যাদা বাড়িয়ে তুলেছে বহুমাত্রায়, এমনটাই জানালেন বলিউড অভিনেত্রী কাজল! সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোরকম সক্রিয় থাকেন এই অভিনেত্রী। নিত্যদিন সেখানে তার বিভিন্ন সাজের ছবি ও ভিডিও তুলে ধরেন। একইসাথে পরিবারিক নানান মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায়।

সম্প্রতি একটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন তিনি। যেখানে তার পরনে ছিল অত্যন্ত সুন্দর কালো রঙের একটি পোশাক। যেটি পরে বেশ আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন তিনি। এই পোশাকটি পরে একাধিক পোজ দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন আবার কখনো আনমনে তাকিয়ে রয়েছেন।

আরও পড়ুন,
Apu Biswas: শাকিবকে ভুলে সিঙ্গাপুরবাসীর সঙ্গে প্রেম করছেন অপু? ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কি জানালেন

তবে সবথেকে বেশি নজর কেড়েছে এই ছবির ক্যাপশন। তিনি লিখেছেন,
‘কখনও কখনও তোমার অনুভূতি জটিল হতে পারে কিন্তু পোশাক এমন হওয়া উচিত নয়! এই হলো একটি সহজ, সুন্দর কালো পোশাক যা প্রশংসার চেয়ে আমার আত্মমর্যাদা বৃদ্ধিতে বেশি ভূমিকা রেখেছে!’

আসলেও তাই, যদি আমাদের পোশাক ঠিকঠাক না হয় তাহলে আমাদের আত্মবিশ্বাস অনেকটাই কমে যায়। আর সঠিক পোশাক নির্বাচন আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বহুমাত্রায়। তেমনটাই হয়েছে এই অভিনেত্রীর ক্ষেত্রেও। তাকে দেখে প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন তার বয়স যে বাড়ছে তা বোঝাই যাচ্ছে না।

উল্লেখযোগ্য, দীর্ঘ বিরতির পর ফের পর্দায় ফিরে এসেছেন কাজল। ইতিমধ্যেই একাধিক ওয়েবসিরিজ এবং সিনেমায় অভিনয় করে ফেলেছেন তিনি। শেষবার তাকে দেখা গিয়েছে ‘মা’ সিনেমায়। যেখানে দুষ্টের হাত থেকে কীভাবে সন্তানকে ফিরিয়ে আনেন সেই কাহিনী তুলে ধরা হয়েছে।

error: Content is protected !!