‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়লেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। হঠাৎ করে এমন খবরে অনেকেই অবাক। কিন্তু কী কারণ রয়েছে এমন ঘটনা ঘটার? কেউ বলছেন ৮ ঘন্টার শিফট্ নিয়ে সমস্যা, আবার কারোর কথায় আকাশছোঁয়া পারিশ্রমিকের কারণে এমনটা ঘটেছে। এবার দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠ সূত্র মারফত আসল কারণ জানা গিয়েছে।
বৃহস্পতিবার হঠাৎই একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। আর তারপর ছড়িয়ে পড়েছে গুঞ্জন। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেখা যায়। সেই পোস্টে লেখা রয়েছে আগামী ছবি ‘কল্কি’-এর সিক্যুয়েলে থাকবেন না দীপিকা পাড়ুকোন। হঠাৎ তিনি কেনো বাদ গেলেন সেই বিষয়ে যদিও কোনও স্পষ্ট বার্তা সেই পোস্টে দেওয়া ছিল না। তবে সেই পোস্ট শোরগোল ফেলে দিয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
আরও পড়ুন,
“বুকের পাটা থাকলে সামনে এসে বলুক ওই মহিলা”, থানায় এফআইআর করে কার উপর তোপ দাগলেন কাঞ্চন-শ্রীময়ী?
প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, “দীর্ঘ আলোচনার পর আমরা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি যে ‘কল্কি ২৮৯৮’ ছবিতে দীপিকা পাড়ুকোন থাকছেন না। আমরা একসঙ্গে প্রথম ছবিতে কাজ করলেও দ্বিতীয় ছবিতে আমাদের কাজ করা সম্ভব হয়ে উঠছে না। তাছাড়া কল্কির মতো সিনেমার সিক্যুয়েলে অভিনয় করার জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন।” এই পোস্ট প্রকাশ্যে আসার পর গুঞ্জন ওঠে দীপিকার বিরুদ্ধে ‘অপেশাদারিত্ব’-এর অভিযোগ উঠল কিনা?
This is to officially announce that @deepikapadukone will not be a part of the upcoming sequel of #Kalki2898AD.
After careful consideration, We have decided to part ways. Despite the long journey of making the first film, we were unable to find a partnership.
And a film like…
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) September 18, 2025
এসব গুঞ্জন যখন চারিদিক ছেয়ে ফেলেছে সেইসময় জানা যায়, ‘কল্কি’-এর সিক্যুয়েল থেকে নিজেই সরে গিয়েছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, প্রথমে ঠিক হয় সিক্যুয়েলে দীপিকা পাড়ুকোনকে ঘিরে গল্প এগোবে। পরবর্তীতে অভিনেত্রীকে জানানো হয় চিত্রনাট্যে বদল ঘটেছে। আর এরফলে দীপিকার চরিত্র সিনেমায় কমিয়ে এনে ক্যামিওর চরিত্র করা হয়েছে। আর এরপরই দীপিকা সিদ্ধান্ত নেন তিনি এই সিনেমা থেকে সরে দাঁড়াবেন। আর সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার পর ছবির সিক্যুয়েলের জন্য অপেক্ষা করে থাকা দর্শকদের মন যে এবার খারাপ হবেই আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন,
মাত্র ৫২-তেই নিভল জীবন প্রদীপ, মর্মান্তিক মৃত্যু ভারতীয় খ্যাতনামা গায়ক জুবিন গর্গের