স্নানযাত্রার পূণ্যতিথিতে সপরিবারে জগন্নাথদেবের দর্শন করতে গিয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক! সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করে সেই কথা জানিয়েছেন ভক্তদের। আমরা সকলেই জানি জগন্নাথদেবের দর্শন করতে এখন আর পুরী যেতে হয় না বাঙালীদের।
কারণ, বাংলার দীঘার জগন্নাথদেবের মন্দির তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে ভীড় চোখে পড়ার মতোন। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও সেখানে উপস্থিত হন সপরিবারে। সেরকমই একটি পূণ্য তিথি ছিল স্নানযাত্রা। তাতেই সেখানে উপস্থিত হয়েছেন কাঞ্চন মল্লিক, স্ত্রী শ্রীময়ী চট্টরাজ এবং পরিবারের অন্যান্যরা।
মেয়েকে কোলে নিয়ে মন্দিরের সামনে এবং মন্দিরের ভেতরেও ছবি তুলেছেন এই দম্পতি। যা ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর ক্যাপশনে লিখেছেন, ‘স্নানযাত্রার সকালবেলায় দীঘার জগন্নাথ মন্দিরে সপরিবারে পুজো দিলাম। জয় জগন্নাথ। জগন্নাথস্বামী নয়নপথগামী ভবতু মে।’
এছাড়াও অন্যান্য ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যার একটিতে দেখা গিয়েছে মেয়েকে কোলে নিয়ে শ্রীময়ী তাকে নাচিয়ে নাচিয়ে বলছেন, ‘জয় জগন্নাথ।’ এক কথায় বলতে গেলে পরিবারের সাথে এই মন্দিরে ভরপুর আনন্দ উপভোগ করেছেন কাঞ্চন ও শ্রীময়ী।
উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ২০১৮ সালেই দীঘার সমুদ্রসৈকতে জগন্নাথদেবের এই মন্দির তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। এরপর ২০২২ সালে শুরু হয় নির্মাণকার্য। ইতিমধ্যে সেটি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে সেখানে ভক্তের ঢল নেমে চলেছে প্রতিনিয়ত।