রোমান্টিক নাচে মেতে উঠলেন কাঞ্চন-শ্রীময়ী! ভিডিও

কাঞ্চনের (Kanchan Mallick) প্রেমে রাত জাগা পাখি হয়ে থাকেন তার স্ত্রী তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ! সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে তেমন কথাই জানালেন অনুরাগীদের। এই জুটির জীবন যতই সমালোচনায় ভরা হোক না কেন নিজস্ব সময়গুলি ভরপুর উপভোগ করতে কখনোই ভোলেন না তারা।

মাঝেমধ্যে বিভিন্ন আদূরে মুহূর্ত তারা ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে শ্রীময়ী (Sreemoyee) সোশ্যাল মিডিয়ায় একটু বেশিই সক্রিয়। স্বামীর সাথে কাটানো মুহূর্ত থেকে শুরু করে একমাত্র কন্যা কৃষভির সাথে কাটানো মুহূর্তগুলোকে তিনি ভাগ করে নেন সকলের সাথে। যদিও এই নিয়ে কম কথা খুব শুনতে হয়নি তাকে।

তবে কখনোই সেসব বিষয়কে তোয়াক্কা করেন না তিনি বরং আত্মবিশ্বাসের সাথে নিজের জীবনযাপন করছেন। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে রোমান্টিক নাচে মেতে উঠেছিলেন কাঞ্চন এবং শ্রীময়ী। নেপথ্যে থেকে বেজে চলেছে ‘রক্তবীজ ২’এর নতুন গান ‘তোমার প্রেমে রাতজাগা পাখি হয়ে থাকি।’

এই ‘রক্তবীজ ২’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কাঞ্চন। তাই এই সিনেমার বিভিন্ন প্রচার, মিউজিক লঞ্চ থেকে শুরু করে পার্টিতে দেখা যাচ্ছে তাকে। আর তাকে সঙ্গ দিচ্ছেন স্ত্রী। সম্প্রতি এই সিনেমার মিউজিক লঞ্চে উপস্থিত হয়েছিলেন তারা একসঙ্গে। তবে সেখানে যাওয়ার আগেই এই ভিডিওটি তৈরি করেছিলেন।

যেখানে দেখা যায় মুগ্ধতার সাথে কাঞ্চনের দিকে তাকিয়ে রয়েছেন শ্রীময়ী। আসলে তাদের সম্পর্ক নিয়ে যতই সমালোচনা হোক না কেন কাঞ্চনকে তিনি ভীষণ রকম ভালোবাসেন। তাইতো তার মনের অন্তরালে বেজে চলেছে, ‘তোমার প্রেমে রাতজাগা পাখি হয়ে থাকি, বেকার ভীড়ে খুঁজেছে তোমায় আমার আঁখি।’

error: Content is protected !!