বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী কাঞ্চনের! কী কী ছিল মেনুতে? রইলো তালিকা

বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী খেলেন অভিনেতা কাঞ্চন মল্লিক! সম্প্রতি তারই একাধিক ঝলক উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। শাশুড়ির তরফ থেকে এলাহী আয়োজন করা হয়েছিল দুই জামাইয়ের জন্য। এমন কোনো পদ ছিল না যা তাদের জন্য রান্না করা হয়নি।

এদিন বেশ কিছু ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে সেজেগুজে খেতে বসেছেন কাঞ্চন এবং শ্রীময়ীর জামাইবাবু। অন্যদিকে শ্রীময়ী ও তার দিদিও বাঙালি সাজে সেজে উঠেছিলেন। সমস্ত তদারকি করতে দেখা গিয়েছে অভিনেত্রীকেই।

যখন তার কাছে জিজ্ঞেস করা হয় কী কী রান্না করা হয়েছে তখন তিনি একে একে বলেন পোলাও, সাদা ভাত, চিংড়ি মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, মাটন, পটল চিংড়ি, খই, দই, মিষ্টি, পাপড়, ফল। সবমিলিয়ে বলতে গেলে সমস্ত বাঙালী রীতি মেনে দুই জামাইকে আপ্যায়ন করেছেন শাশুড়ি মা।

এই ভিডিও উঠে আসতেই একদিকে যেমন কিছু মানুষ প্রশংসা করেছেন আবার কিছু কিছু মানুষ কটাক্ষ করতেও ছাড়েননি। যেমন কেউ বলেছেন, ‘বুড়ো বয়সে ভীমরতি’, আবার কারোর কারোর মতে শ্রীময়ীর মা কাঞ্চনের দিদির বয়সী তাই তাকে শাশুড়ি মা না বলে ‘দিদিভাই’ বলে ডাকা উচিত।

আসলে প্রথম থেকেই তাদের বিয়ে নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। একদিকে যেমন রয়েছে তাদের বয়সের ফারাক, তেমনি তৃতীয়বারের জন্য কাঞ্চনের বিয়ের পিঁড়িতে বসা মোটেও ভালো চোখে দেখেননি কেউ। শুধু তাই নয় কন্যাসন্তান কৃষভির জন্মের পর এটাও স্পষ্ট হয়ে যায় বিয়ের আগেই সন্তানসম্ভবা হয়ে পড়েছিলেন শ্রীময়ী।

error: Content is protected !!