শ্রীময়ীর জন্মদিনে তাকে হাতে লেখা চিঠি থেকে প্রিয় চকোলেট উপহার দিলেন কাঞ্চন, মাঝরাতেই হলো জন্মদিনের উদযাপন

রবিবার রাত ১২টায় কাঞ্চনের বাড়িতে ফুলের গন্ধে ম ম করছে চারিদিক। হঠাৎ এমন কী ঘটল যার জন্য বাড়িতে এত ফুলের আনাগোনা! আসলে ৩০শে জুন কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজের জন্মদিন। আর তাই স্ত্রী-কে চমক দিতে তাকে ফুল উপহার দিয়েছেন কাঞ্চন। তবে শুধু ফুল নয়, তার সঙ্গে কেক ও হাতে লেখা চিঠিও উপহার দিলেন তিনি। রাত ১২টায় স্ত্রী-কে জন্মদিনের চমকের সঙ্গে দিলেন উপহারও।

রবিবার মাঝ রাত থেকেই জন্মদিনের উদযাপন শুরু হয়েছে। তবে অন্যান্য বারের তুলনায় এবারের জন্মদিন একটু আলাদা। কারণ এবারের জন্মদিনে তারা আর দু’জন নয়, তিনজন মিলে উদযাপন করেছেন। ছোট্ট কৃষভিকে নিয়েই জন্মদিনের কেক কাটলেন শ্রীময়ী। মা হিসেবে ও স্ত্রী হিসেবে এবারের জন্মদিন শ্রীময়ীর একটু অন্যরকম। কাঞ্চনের এমন প্ল্যানে চমকে গিয়েছেন শ্রীময়ী। তবে সবমিলিয়ে আনন্দের মূহুর্ত কাটিয়েছেন তারা।

কাঞ্চনের জন্মদিনও ছিল মে মাসে। সেইসময় কাঞ্চনকেও হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছিলেন শ্রীময়ী৷ সারাদিনে একবারও টের পাননি কাঞ্চন যে তার জন্য এমন কিছু অপেক্ষা করছে। কলকাতার এক রেস্তোরাঁতে খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন শ্রীময়ী৷ তবে কি স্ত্রী শ্রীময়ীর জন্য এমন কিছুর আয়োজন করতে চলেছেন কাঞ্চন?

যদিও কাঞ্চন জানিয়েছেন, মাঝরাতেই তিনি স্ত্রী-কে চমক দিয়েছেন। তার প্রিয় চকোলেট ও ফুলের তোড়া উপহার দিয়েছেন তিনি শ্রীময়ীকে। তার কথায়, শ্রীময়ী, কৃষভি ও তিনি তিনজনে মিলে উপভোগ করেছেন সময়টা। এর পাশাপাশি নিজের হাতে লেখা চিঠিও তিনি দিয়েছেন স্ত্রী-কে। এর পাশাপাশি শ্রীময়ীর প্রিয় প্রসাধনী খুঁজে নিয়ে এসেছেন।

কাঞ্চন বলেন, ““কিছু দিন আগেও আমার মন্তব্য বাক্সে দেখেছি এক জন মৃত্যু কামনা করেছেন। তাই শ্রীময়ীকে বলতে চাই, লোকে অনেক কথা বলবে। কারও কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। আমরা যেন নিজেদের মতো ভাল থাকি।” তবে অন্যান্যবারের থেকে এবারের আয়োজনের স্বাদ অন্যরকম। ছোট্ট কৃষভিকে নিয়ে তাদের নতুন সংসার এখন সেজে উঠেছে।

error: Content is protected !!