বলিউড নায়কদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কঙ্গনার

সম্প্রতি মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাদের সঙ্গে ঘটা যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন। মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে হেমা কমিটি গঠন করা হয়েছিল তার রিপোর্ট জনসমক্ষে আসার পর সকলে তাজ্জব হয়ে গিয়েছেন। এবার এই মরশুমে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলিউড অভিনেতাদের নিয়ে মুখ খুললেন। সাংসদ অভিনেত্রী অভিযোগ করেন, বলিউডের বেশ কিছু নায়ক মহিলাদের নানা ভাবে হেনস্থা করেন। এর পাশাপাশি তিনি দাবি করেন, চলচ্চিত্র জগতে মহিলারা মোটেও নিরাপদ নন।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “আপনারা জানেন এই নায়কেরা কী ভাবে মহিলাদের হেনস্থা করেন! মহিলাদের এরা বাড়ির নৈশভোজে আমন্ত্রণ জানান। যে কোনও উপায়ে তারা মহিলাদের বাড়িতে ডাকতে চান।” কঙ্গনার তুলে ধরা এই নতুন অভিযোগ নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। অভিনেত্রী কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তার নতুন করে তোলা এই অভিযোগ যেনো বলিউডে নতুন করে চিন্তার জন্ম দিলো।

এই প্রসঙ্গে কঙ্গনা বলেন, “আমরা সকলেই জানি, আমরা মহিলাদের সম্মান করি না। চলচ্চিত্র জগতেও কোনও ব্যতিক্রম নেই। কলেজের ছেলেরাও মহিলাদের নিয়ে খারাপ মন্তব্য করে। ছবির নায়কেরাও একই রকম। আমরা সকলেই জানি, এক জন মহিলার সঙ্গে তাঁর কর্মস্থলে কেমন আচরণ করা হয়।” একসময় প্রয়াত নৃত্যশিল্পী সরোজ খান ধর্ষণ ও যৌন হেনস্তা প্রসঙ্গে মুখ খুলেছিলেন।

এই প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য, “এক সময়ে সরোজ খানকেও ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা ও ধর্ষণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, ধর্ষণ করা হয় ঠিকই। আবার এরাই মুখে খাবারটাও তুলে দেয়। চলচ্চিত্র জগতের মেয়েদের অবস্থা ঠিক এমনই।” ইতিমধ্যে মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে অভিনেত্রীদের উপর চলা অপরাধের যে ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে তা জানার পর ভয়ে শিউরে উঠছেন অনেকে।

এই আবহে টলিউডের এমন একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে। পুরুষ সহকর্মীর দিকে অভিযোগের তীর বিঁধতে দেখা গিয়েছে টলিউডের একাধিক অভিনেত্রীকে। তবে বলিউড নিয়ে এখনও কোনো অভিযোগ প্রকাশ্যে আসতে দেখা যায়নি৷ এরই মাঝে হঠাৎই কঙ্গনা রানাওয়াতের এমন মন্তব্যে অনেকেই নানান আশঙ্কা প্রকাশ করেছেন।

আরও পড়ুন,
*এ কি করলেন মুকেশ আম্বানি তার ছোটো বৌমা রাধিকার সঙ্গে! সেই দৃশ্য দেখে কপালে হাত অনেকের

error: Content is protected !!