মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত বলিউড অভিনেত্রী তথা ‘কাঁটা লাগা গার্ল’ শেফালী জারিওয়ালা। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে তার। শুক্রবার বাড়িতে থাকাকালীন হঠাৎ করেই তার বুকে ব্যথা শুরু হয়।
এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে। তবে সেখানে পৌঁছানোর পর ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর আসল কারণ জানা যায়নি। মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের জন্য তার দেহ পাঠানো হয়েছে।
রিপোর্ট এলে তবেই সবটা পরিষ্কার হবে। এছাড়াও তাদের পরিবারের তরফ থেকে কিছু অফিশিয়ালি জানানো হয়নি। উল্লেখযোগ্য, শেফালী ২০০২ সালে কাজ করেছিলেন ‘কাঁটা লাগা’ গানটিতে। যা তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এখানেই শেষ নয়, তাকে দেখা গিয়েছে ‘বিগ বস ১৩’ এবং ‘নাচ বালিয়ে’ রিয়্যালিটি শো’তেও।
তার এই হঠাৎ মৃত্যু শোকের ছায়া ফেলেছে বিনোদন জগতে। পাশাপাশি এও প্রশ্ন উঠছে এতো কম বয়সে কীভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি? কারণ শারীরিক দিক দিয়ে যথেষ্ট ফিট ছিলেন শেফালী। অন্যদিকে যদি আমরা তার ব্যক্তিগত জীবন দেখি তাহলে তিনি প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন হর্মিত সিংয়ের সাথে।
তবে সেই বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি। ২০০৯ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। তিনি জানিয়েছিলেন মানসিক নির্যাতনের কারণেই এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। ২০১৪ সালে ফের বিয়ের পিঁড়িতে বসেন পরাগ ত্যাগীর সাথে। বিয়ের পর দু’জনের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। যা বোঝা যেত তাদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখলে।