বিবাহের পর তাদের প্রথম পুজো। এ বছরই তাঁর জীবনে দুটি বড় বিষয় ঘটেছে। অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর কথা হচ্ছে। ২০২৪ সালটা তার জন্য খুবই স্মৃতিময়। একদিকে যেমন নিজের গৃহ সঙ্গী পেয়েছেন। অভিনেত্রী অপরদিকে আবার নিজের সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়েছেন। অভিনেতা আদৃত রায়কে মে মাসে বিবাহ করেন অভিনেত্রী।
তিনি বিবাহের মাত্র কয়েক মাসের মধ্যেই মাকে হারান। একদিকে যেমন তার বিবাহের পর প্রথম পুজোর উল্লাস। তেমনি অপরদিকে প্রথমবার বাবা-মাকে ছাড়া প্রথম পুজো তার মন খারাপও রয়েছে। কিন্তু তার প্রত্যেকটা ভালো- মন্দ সময়ের সাথী হলেন তার স্বামী আদৃত রায়। বিবাহের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে তেমন কোন ফোটো দেখেনি দর্শকেরা। পঞ্চমীর দিনে একটি সুন্দর ভালোবাসার ফোটো শেয়ার করলেন অভিনেত্রী।
গৃহ অল্প আলো আঁধারি। সেখানে সোফায় গুটিসুটি হয়ে দুজনে বসে আছেন। তাদের এই সুন্দর ফোটোটা তুলে দিয়েছেন তন্বী লাহা রায়। ভালোবাসার ফোটো শেয়ার করে কৌশাম্বী লেখেন, ‘তুমি আমাকে আমার সবচেয়ে খারাপ সময় ভালবেসেছ, নিজের সব দিয়ে আমাকে আগলে রেখেছ, অনেক ভালোবাসা’।
কৌশাম্বীর এই শেয়ারের কমেন্ট বক্সে অভিযোগ করতে বসেছেন উচ্ছেবাবু। তিনি লেখেন, “সবই তো বুঝলাম…. বউ তোমার পাশে সব সময় আছি! কিন্তু আমার মুখটাই তো দেখা যাচ্ছে না! সব তন্বী লাহা রায়ের ফটোগ্রাফির জন্য।” এই সময় কৌশাম্বীকে সিরিয়ালে দেখা গেলেও আদৃত কে দেখা যাচ্ছে না। শোনা যায় ছোটপর্দায় খুব তাড়াতাড়ি ফিরবেন সবার উচ্ছেবাবু।