সিনেমা মুক্তির আগে এবার বড়মা’র আশীর্বাদ নিতে নৈহাটি পৌঁছলো টিম ‘খাদান’। সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আগামী ২০শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সুজিত দত্ত পরিচালিত সিনেমা খাদান। যেখানে অভিনয় করতে দেখা যাবে টলিউডের অন্যতম দুই জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত এবং দেবকে।
ইতিমধ্যে জোরকদমে চলছে খাদেমের প্রমোশন। তবে শুধু প্রমোশনই নয় মায়ের আশীর্বাদ নিতেও দেখা গিয়েছে তাদের। নৈহাটির বড়মা ঠিক কতখানি জাগ্রত তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শোনা যায় সেখানে পুজো দিয়ে মনস্কামনা জানালে তা অবশ্যই পূরণ হয়।
সেরকমই এবার টিম খাদান সোমবার পৌঁছেছিল নৈহাটিতে। সেখানে তাদের দেখার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতোন। তবে সেই ভীড় পেরিয়ে মায়ের মন্দিরে পৌঁছয় গোটা টিম। সেখানে গিয়েই পুজো দিতে দেখা গিয়েছে সকলকে। মায়ের আশীর্বাদ নিয়ে ফের সকলে ফিরে গিয়েছেন কলকাতায়।
গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে প্রমোশন। এর আগে দেখা গিয়েছিল একটি বাসে করে দুর্গাপুরে পৌঁছেছিল খাদান টিম। সেখান থেকে তারা গিয়েছিল উত্তরবঙ্গ। শিলিগুড়িতে বেশ কিছু জায়গায় অনুষ্ঠান করে এই সিনেমার প্রচার চালানো হয়েছে। সেই ভিডিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে।
হাতে আর মাত্র কয়েকটা দিন, এর মধ্যে যতটা সম্ভব প্রমোশন চলবে বলে জানা গিয়েছে খাদান টিমের তরফ থেকে। এই সিনেমাটি মূলত তৈরি হয়েছে ক্ষমতার লড়াই নিয়ে। যেখানে অভিনয় করেছেন দেব, যীশু, ইধিকা পাল, বরখা বিশত সেনগুপ্ত প্রমুখ তারকারা।