Koel: টানা পঞ্চম সপ্তাহেও হাউসফুল! স্বার্থপরের সাফল্যে আপ্লুত কোয়েল

Koel: টানা পঞ্চম সপ্তাহেও হলভর্তি দর্শক! কৃতজ্ঞতায় আপ্লুত অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। সম্প্রতি তারই কয়েক ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন তিনি। ইতিমধ্যেই কয়েক সপ্তাহ হয়ে গিয়েছে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘স্বার্থপর’। অতি সাধারণ অথচ শক্তিশালী একটি গল্প উঠে এসেছে এই সিনেমায়।

মুক্তি পাওয়ার পর দর্শকেরা প্রবল উচ্ছ্বাসের সাথে সিনেমাটি দেখতে গিয়েছিলেন। টানা পঞ্চম সপ্তাহ পরেও হলভর্তি দেখে ভীষণ খুশি হয়েছেন অভিনেত্রী কোয়েল। তাইতো তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। নন্দন গিয়েছিলেন তিনি সেখান থেকেই পোস্ট করেছেন বেশ কয়েকটি ছবি।

ক্যাপশনে লিখেছেন, ‘পঞ্চম সপ্তাহ হাউসফুল। স্বার্থপর শক্তিশালীভাবে তার পথে চলছে। ধন্যবাদ নন্দন এতোটা প্রতিক্রিয়া জানানোর জন্য।’ আসলে নন্দনে এদিন চলেছে তার সিনেমা। যেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। উচ্ছ্বাসী দর্শকদের ছবি তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সাথে প্রকাশ করেছেন কৃতজ্ঞতা।

যদি আমরা ‘স্বার্থপর’ সিনেমার কাহিনী দেখি তাহলে সেটি এক কন্যা সন্তানের তার পৈত্রিক সম্পত্তির ওপর অধিকারের লড়াই। ভাইবোনের মধ্যে বরাবর বোনেরা বঞ্চিত হয়ে এসেছেন পৈত্রিক সম্পত্তি থেকে। তবে কোয়েল তার অধিকারের জন্য লড়াই শুরু করেন, এমনকি যার ফলে আদালতে মুখোমুখি হন দুই ভাইবোন।

তার দাদার চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। দু’জনেরই অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। এমনকি সেখানে তার বাবার রঞ্জিত মল্লিককেও দেখা গিয়েছে। অন্যদিকে এই সিনেমার প্রচার শেষ হতে না হতেই শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘মিতিন একটি খুনীর সন্ধানে’র প্রচার। আপাতত তাই নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

#Koel #Sharthopor

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক