Koel: শ্বশুরবাড়ির সকলে মিলে পাঞ্জাবের বিখ্যাত স্বর্ণমন্দির থেকে ঘুরে এলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সেই সমস্ত ছবি। যেখানে দেখা যাচ্ছে কখনো তারা ছেলেমেয়েদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মন্দিরের সামনে। আবার কখনো পরিবারের সাথে রয়েছেন।
অনেকেই জানেন কোয়েলের শ্বশুরবাড়ি শিখ সম্প্রদায়ভুক্ত। সে কারণে অমৃতসর স্বর্ণমন্দিরের প্রতি আলাদা এক আবেগ কাজ করে। কর্মসূত্রে কলকাতাতে থাকেন তার স্বামী নিসপাল সিং। তবে সময় পেতেই ফিরে গেলেন নিজের আদি স্থানে।
ছবিতে দেখা যাচ্ছে ছেলে ও মেয়েকে নিয়ে হাসিমুখে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন এই জুটি। আবার কখনো মন্দিরের ভেতরে দুই ভাইবোন খেলা করছে। সবমিলিয়ে এই মন্দির দর্শন ভীষণভাবে উপভোগ করেছেন অভিনেত্রী। যা বোঝা গিয়েছে তার হাসিমুখ দেখেই।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্বর্ণমন্দিরের আশীর্বাদধন্য দর্শন। এই সপ্তাহ অমৃতসরে।’ আপাতত শ্বশুরবাড়িতেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তবে খুব শীঘ্রই ফিরে আসবেন কলকাতায়। কারণ, ইতিমধ্যেই তার আগামী সিনেমার ঘোষণা করে ফেলেছেন। আরো একবার মিতিন চরিত্রকে তিনি ফুটিয়ে তুলবেন পর্দায়।
সম্প্রতি তারই এক ঝলক তুলে ধরেছিলেন। হয়তো অনেকেই জানেন মিতিন একটি গোয়েন্দা চরিত্র। ইতিমধ্যেই তাকে ভালোবাসা দিয়েছেন দর্শকেরা। তাইতো সেটা নিয়ে আরো একবার ফিরতে চলেছেন পর্দায়। এছাড়া কিছুদিন আগে তাকে দেখা গিয়েছে ‘স্বার্থপর’ সিনেমায়। সেটিও প্রশংসা লাভ করেছে। আসলে সময়ের সাথে সাথে তার অভিনয় দক্ষতা আরো বেশি উন্নত হচ্ছে। নিয়মিত কঠোর পরিশ্রম করে চলেছেন তিনি।
FAQ
1. কোয়েল মল্লিক সম্প্রতি কোথায় ঘুরতে গিয়েছিলেন?
তিনি পাঞ্জাবের অমৃতসর স্থিত বিখ্যাত স্বর্ণমন্দিরে গিয়েছিলেন।
2. তাঁর সঙ্গে কারা ছিলেন এই সফরে?
স্বামী নিসপাল সিং, ছেলে-মেয়ে এবং শ্বশুরবাড়ির সদস্যরা।
3. কেন স্বর্ণমন্দির তাদের কাছে বিশেষ?
কারণ কোয়েলের শ্বশুরবাড়ি শিখ সম্প্রদায়ভুক্ত, তাই স্বর্ণমন্দিরের প্রতি তাদের আলাদা আবেগ আছে।
4. কোয়েল মল্লিকের স্বামী কোথায় কাজের সূত্রে থাকেন?
তিনি কলকাতায় কর্মসূত্রে থাকেন।
5. সফরকালে কোয়েলের পরিবারের কী কী মুহূর্ত দেখা গিয়েছে?
মন্দিরের সামনে দাঁড়ানো, সন্তানদের নিয়ে ছবি তোলা এবং মন্দিরের ভেতরে দুই ভাইবোনের খেলাধুলার দৃশ্য।
6. সোশ্যাল মিডিয়ায় কোয়েল কী ক্যাপশন লিখেছিলেন?
“স্বর্ণমন্দিরের আশীর্বাদধন্য দর্শন। এই সপ্তাহ অমৃতসরে।”
7. এখন কোথায় সময় কাটাচ্ছেন কোয়েল?
বর্তমানে তিনি শ্বশুরবাড়িতে সময় কাটাচ্ছেন।
8. কোয়েল মল্লিকের আগামী কোন সিনেমার ঘোষণা হয়েছে?
তিনি আবারও পর্দায় মিতিন মাসি চরিত্রে ফিরছেন।
9. মিতিন চরিত্রটি কী ধরনের?
এটি একটি গোয়েন্দা চরিত্র, যা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়।
10. সম্প্রতি কোয়েলকে কোন সিনেমায় দেখা গেছে?
তাকে সম্প্রতি ‘স্বার্থপর’ সিনেমায় দেখা গিয়েছে, যা প্রশংসাও পেয়েছে।
#Koel
