বাড়ছে মেট্রো সংখ্যা, ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে পার্পল লাইনের সময়সূচি

কলকাতা মেট্রো এবার নিত্যযাত্রীদের জন্য বড় ঘোষণা করল। জোকা–মাঝেরহাট রুটে চলা পার্পল লাইনে বাড়তি ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রী সেবা আরও উন্নত করতে আগামী ১ ডিসেম্বর থেকে পরিষেবার সংখ্যার পাশাপাশি সময়সূচিতেও বড় পরিবর্তন আনা হচ্ছে। দৈনিক যাতায়াতে বাড়তি সুবিধা দিতে মেট্রো রেল কর্তৃপক্ষ সপ্তাহের কর্মদিবসে ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে বাড়তি পরিষেবা

মেট্রো সূত্রে জানা গেছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পার্পল লাইনে এখন থেকে মোট ৮৪টি মেট্রো চলবে। এতদিন যেখানে আপে ৪০টি এবং ডাউনে ৪০টি পরিষেবা ছিল, সেখানে এবার আপ ও ডাউন—উভয় দিকেই ২টি করে অতিরিক্ত ট্রেন চালু করা হবে। এতে যাত্রীদের অপেক্ষার সময় কমবে এবং ভিড়ের চাপও কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে অনুমান করা হচ্ছে।

সময়সূচিতে বড় বদল

নতুন পরিষেবা চালুর সঙ্গে প্রথম ও শেষ মেট্রোর সময়েও পরিবর্তন আনা হয়েছে। এতে বিশেষ সুবিধা পাবেন সেই যাত্রীরা যারা মাঝেরহাট থেকে পূর্ব রেলের লোকাল ট্রেন ধরেন বা শিয়ালদহ–বজবজ শাখার মাধ্যমে শহরতলিতে যাতায়াত করেন।

নতুন সময়সূচি (১ ডিসেম্বর থেকে কার্যকর)

জোকা থেকে প্রথম মেট্রো:
আগে – সকাল ৬:৫০
এখন – সকাল ৬:৪০

মাঝেরহাট থেকে প্রথম মেট্রো:
আগে – সকাল ৭:১৪
এখন – সকাল ৭:০৩

জোকা থেকে শেষ মেট্রো:
আগে – রাত ৮:৩৬
এখন – রাত ৯:০৫

মাঝেরহাট থেকে শেষ মেট্রো:
আগে – রাত ৮:৫৭
এখন – রাত ৯:২৬

পরিষেবা থাকবে সোমবার থেকে শনিবার পর্যন্ত। চলতি মাসেই শনিবার পরিষেবা শুরু করা হয়েছে। তবে রবিবার পার্পল লাইনে পরিষেবা বন্ধ থাকবে।

শহরতলির যাত্রীদের বড় সুবিধা

নতুন সময়সূচি বিশেষভাবে উপকারী হবে সেই সব নিত্যযাত্রীদের জন্য, যারা মাঝেরহাটে নেমে পূর্ব রেলের লোকাল ধরে অফিস বা বাড়ি যান। ভোরে দ্রুত এবং রাতে দেরিতে ট্রেন পাওয়ায় যাতায়াত আরও সহজ হবে। শিয়ালদহ–বজবজ লাইনের যাত্রীরাও এর ফলে উপকৃত হবেন।

আরও পড়ুন
বছরের শেষ মাসেই বড় ভোগান্তি: ইন্টারলকিং কাজে একাধিক ট্রেন বাতিল, বদল রুট ও সময়সূচি

অরেঞ্জ লাইনের সাফল্যের পর একই পদক্ষেপ

এর আগে ২৪ নভেম্বর থেকে অরেঞ্জ লাইনে পরিষেবা বাড়ানো হয়েছিল। সেখানে আপ ও ডাউন মিলিয়ে প্রতিদিন ৬২টি মেট্রো চলছে এবং প্রথম–শেষ ট্রেনের সময়ও বাড়ানো হয়েছিল। সেই সফলতার ভিত্তিতেই পার্পল লাইনেও পরিষেবায় বৃদ্ধি আনার সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো।

আরও পড়ুন
WOW! পাহাড়মুখী পর্যটকদের জন্য বড় সুখবর! কমল হেলিকপ্টারের ভাড়া!

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক