‘খুব বাজে কাজ করেছো!’..শুভশ্রীকে কেন এমন বললেন কৌশিক গাঙ্গুলী? জানুন

‘গৃহপ্রবেশ’এ নাকি ভীষণই বাজে কাজ করেছেন অভিনেত্রী শুভশ্রী! এমনটাই জানালেন পরিচালক তথা ওই সিনেমার অভিনেতা কৌশিক গাঙ্গুলী। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন এইতো ক’দিন আগেই তিনি বলেছিলেন বাংলা সিনেমা শুভশ্রীর কাঁধে ভর দিয়ে এগিয়ে যেতে চলেছে। তাহলে হঠাৎ কী এমন হলো যে উল্টো সুর গাইছেন তিনি?

আসুন তাহলে বিষয়টি খোলসা করেই জানা যাক। গত ১৩শে জুন ছিল এই সিনেমার প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলী থেকে শুরু করে অন্যান্য টলিউড তারকারাও। সিনেমা শেষ করে বেরোনোর সময় কৌশিক শুভশ্রীকে বলেন, ‘পুরো ছবিটা একটা মানুষের উপর দাঁড়িয়ে আছে।’

‘প্রথম দিনও বলেছি আজও বলছি। অসম্ভব ভালো কাজ করেছো।’ এরপরে মজা করে বলেন, ‘খুব বাজে কাজ করেছো।’ যা শোনার পরে হেসে ফেলেন আর এক অভিনেতা রুদ্রনীল ঘোষ। এই ভিডিও সম্প্রতি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সিনেমা সম্পূর্ণ হওয়ার পর থেকেই শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কৌশিক।

তিনি বারবার বলে গিয়েছেন শুভশ্রী দুর্দান্ত কাজ করেছেন এই সিনেমায়। এমনকি এও বলেন শুভশ্রী নিজেকে সকলের অন্তরালেই তৈরি করে ফেলেছেন। তাই আগামী দিনে টলিউডের দায়িত্ব তার কাঁধেই আসতে চলেছে, এমনকি ইতিমধ্যে চলেও এসেছে। আসলেও তাই। ক্রমাগত পরিশ্রমের মাধ্যমে নিজেকে তৈরি করছেন শুভশ্রী।

যে কোনো চরিত্রেই তিনি সাবলীল। যদি আমরা ‘গৃহপ্রবেশ’এর কথা বলি তাহলে সেখানে সম্পর্কের টানাপোড়েনের কাহিনী ফুটে উঠেছে। কীভাবে অতীতের সূক্ষ্ম বন্ধন তার বর্তমানের ওপর বিস্তর প্রভাব ফেলেছে সেই কাহিনী তুলে ধরা হয়েছে এই সিনেমায়। সবমিলিয়ে সেটি ভীষণই পছন্দ করছেন দর্শকেরা।

error: Content is protected !!