নিভল লগ্নিজিতার ব্যাটারি মোমবাতি! সানগ্লাস পরে মিছিলে আসায় ট্রল্ড অনীক

kmc 20240821 180652 YAhLz92l1e

আর.জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে নেমেছিলেন কলকাতার সংগীতশিল্পীরা। যেখানে উপস্থিত ছিলেন রূপম ইসলাম, শিলাজিৎ মজুমদার, লোপামুদ্রা মিত্র, অনুপম রায় প্রস্মিতা পাল থেকে শুরু করে প্রমুখ শিল্পীরা। সেখানেই উপস্থিত ছিলেন লগ্নজিতা চক্রবর্তী এবং অনীক ধর।

তবে সেখানে এমন কাণ্ড ঘটেছে যে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে এই দুজনকে। এই মিছিলের একটি জায়গায় জমায়েত হয়ে শিল্পীরা ‘এবার তোর মরা গাঙে বান’ এসেছে গানটি গাইছিলেন। সেখানেই লগ্নজিতা চক্রবর্তীর হাতের মোমবাতিটি খারাপ হয়ে যায়। তিনি সেটি বারবার ঠিক করার চেষ্টা করেন।

যা দেখার পর অনেকেই বলেন, ‘সাধারণ মোমবাতি ধরতে এতো ভয়! আরো যান ব্যাটারীচালিত মোমবাতি নিয়ে।’ অন্যদিকে অনীক ধর একটি সানগ্লাস পরে গিয়েছিলেন মিছিলে। যা দেখে একজন লেখেন, ‘অনীকের চোখে কি আঞ্জনি হয়েছে?’ কারোর মতে এই আন্দোলন রাস্তায় করে লাভ নেই।

সর্বস্তরের মানুষদের নিয়ে কালীঘাটে গিয়ে দিদিকে গদিচ্যুত করে হাসিনার মরো করতে পারাটাই নাকি আসল কাজ। অন্য এক ব্যক্তি বলেন এদের না বের হলে মুখ রক্ষা হয় না তাই বেরিয়েছে। উল্লেখযোগ্য, তাদের এই প্রতিবাদ মিছিল আরো জনপ্রিয় শিল্পীদের গলা মেলাতে দেখা গিয়েছে।

অন্যদিকে গত মঙ্গলবার কলকাতায় পা রেখেছেন অন্যতম জনপ্রিয় পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি জানিয়েছেন কলকাতায় এই ঘৃণ্য অপরাধের প্রতিবাদ করবেন বুধবার বিকেল সাড়ে তিনটে থেকে। সকলকে আহ্বান জানিয়েছেন তার সাথে থাকার জন্য। পাশাপাশি তিনি রাজ্য সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরবেন মিছিলে।

আরও পড়ুন,
*‘যা কিছু কালো তা ওনার ক্ষয়শীল দেহের সাথে পুরে ছাই হয়ে যাক, শুধু থেকে যাক সুন্দর স্মৃতি’উৎপলেন্দুর প্রয়াণের পর শতরূপা