বলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর — শোকপ্রকাশ অনুপম খেরের

Anuবলিউডে ফের নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর (Pankaj Dheer)। খবরটি প্রকাশ্যে আনলেন অভিনেতা অনুপম খের(Anupam Kher)। টুইটারে (এক্স) এক আবেগঘন পোস্টে তিনি লেখেন,

“আমার বন্ধু ও একাধিক ছবিতে সহ-অভিনেতা #পঙ্কজধীর-এর মৃত্যু সংবাদে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত ও সহৃদয় মানুষ। ঈশ্বর যেন তাঁর আত্মার শান্তি প্রদান করেন এবং তাঁর পরিবার ও বন্ধুদের এই অপূরণীয় ক্ষতি সামলে নেওয়ার শক্তি দেন। ওম শান্তি!”

বিনোদন
অমিতাভের ‘ক্ষমা প্রার্থনা’ পোস্ট ঘিরে চর্চা! ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র বিতর্কের মধ্যেই কী বললেন বিগ বি?

এই বার্তাতেই স্পষ্ট, দীর্ঘদিনের সহ-অভিনেতা ও ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছেন অনুপম খের।

পঙ্কজ ধীর দীর্ঘ বলিউড ক্যারিয়ারে অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় সিনেমা ও টেলিভিশন ধারাবাহিকে। ‘মহাভারত’-এ কর্ণ চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকের মনে অমলিন। পরবর্তীকালে তিনি বহু হিন্দি সিনেমায় খলনায়ক ও চরিত্রাভিনেতা হিসেবে সমানভাবে প্রশংসা পান।

বিনোদন
মাত্র ৫১ বছর বয়সে প্রয়াত আমেরিকান শিল্পী ডি’অ্যাঞ্জেলো

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র মহলে। অনুপম খের ছাড়াও বহু অভিনেতা-অভিনেত্রী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন।

বলিউড হারাল আর এক অভিজ্ঞ অভিনেতাকে — রেখে গেলেন স্মৃতি, সংলাপ আর অগণিত ভক্তের ভালোবাসা।
ওম শান্তি।

বিনোদন
Subhasree-Mimi: স্বামীর প্রাক্তনের সাথে আড্ডায় মশগুল শুভশ্রী! ভাগ করে নিলেন বিশেষ ভিডিও

error: Content is protected !!