অভিনয় দুনিয়ায় এমন অনেকেই রয়েছেন যারা সফল হলে একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে চলেন। সম্পর্কে বন্ধুত্ব সেখানে তৈরি হয় না। কিন্তু এই বিষয়টি মিথ্যা প্রমাণ করেছেন বলি পাড়ার দুই নায়িকা। বর্তমানে তারা বলিউডের একেবারে প্রথম সারিতে দাপটের সঙ্গে টিকে রয়েছেন। তারা হলেন ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। শোনা যায় তারা একসময় একসঙ্গে জিম করতেন।
আরও শোনা যায়, ক্যাটরিনা তার সেইসময়ের প্রেমিক রনবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের পরিচয় করিয়ে দেন। এরপর কী ঘটেছে তা সকলেরই জানা। কিন্তু তারপরও আলিয়া ও ক্যাটরিনার সম্পর্কে কোনো ছেদ ঘটেনি৷
তারা আগের মতন বন্ধু রয়ে গিয়েছেন। তবে এই কথা ক্যাটরিনা নিজেও প্রকাশ্যে বলেছেন। জানা যাচ্ছে, এরপর একসঙ্গে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনা ও আলিয়া৷
ক্যাটরিনার পরের ছবি ‘জি লে জারা’। এই ছবিতে ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, ‘জিন্দেগী না মিলেগি দোবারা’ ছবির ‘ফিমেল ভার্সন’ হতে চলেছে এই ছবি। তাই আশা করা যায় বহুদিন পর ফের বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘মেল ভার্সন’-এর ছবিতে যেমন তিন পুরুষ বন্ধুর জীবন কাহিনি নিয়ে ছবি গড়ে উঠেছিল। তেমনই এই ছবিটিও তিন মেয়ে বন্ধুকে ঘিরে তৈরি হবে।
এই প্রসঙ্গে শোনা যায়, একসময় ক্যাটরিনা ও প্রিয়াঙ্কা একসঙ্গে কত্থক ক্লাস করেছেন। ক্যাটরিনা বলেন, সেইসময় তিনি হিন্দি শিখছিলেন। এরপর তিনি কত্থক ক্লাসে যোগ দেন এবং সেখানে তিনি, প্রিয়াঙ্কা ও লারা দত্ত একসঙ্গে ক্লাস করতেন। তিনি আরও বলেন, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা ক্লাস করতেন।