তিনি কোনোদিনও ভাবেননি, ওড়না উড়িয়ে স্লো মোশনে এরকম কাজ করবেন, এমনটাই জানালেন অভিনেত্রী মধুমিতা। সম্প্রতি ‘ফেলুবক্সী’র প্রমোশনে হাজির হয়েছিলেন তারা। সেখানে দেখা গিয়েছে সোহম এবং মধুমিতাকে।
অভিনেত্রী বলেন, ‘প্রথম থেকেই আমি ভীষণ উৎসাহিত ছিলাম যখন আমি জানতে পেরেছি সোহমের সাথে আমি এই কাজ করতে চলেছি। সবচেয়ে বড় কথা হলো আমি এরকম কাজ কোনদিনও করিনি। এরকম স্লো মোশনে ওড়না ওড়ানো এসব কিছুই করিনি আগে।’
‘আমাদের যখন শ্যুটিং শুরু হয়েছিল তখনও এই বিষয়ে কথা হচ্ছিলো সোহমের সাথে। আমার এই প্রথম কাজে ভীষণই কম্ফরটেবল ফিল করিয়েছে সোহম। আমার কখনো মনে হয়নি আমি একজন সিনিয়র মানুষের সাথে এরকম কাজ করছি। আমার কখনো সেই জড়তা তৈরি হয়নি।’
এরপর তিনি ধন্যবাদ জানান সোহানকে। যা শুনে অভিনেতা বলেন, ‘আমার সবসময় এটাই মাথায় থাকে যে আমরা যেন সেই স্বাচ্ছন্দ্য দিতে পারি সহ-অভিনেত্রীকে। যদি সেখানে আমরা ভালো করে কাজ করতে পারি তবে সেটি পর্দায় ফুটে উঠবে এবং দর্শকেরা পছন্দ করবেন। সকলের জন্যই প্রথমবার থাকে।’
‘আর সবথেকে বড়ো বিষয় হলো সিনেমার গানগুলো এতো সুন্দর সকলেই পছন্দ করেছেন। আমাদের ভীষণই ভালো লাগছে। আরো বেশি ভালো লাগবে যখন তারা ১৭ই জানুয়ারী গিয়ে সিনেমাটি দেখবেন।’ এরপর মধুমিতাও একই সুরে কথা বলেন।
হয়তো অনেকেই জানেন আগামী ১৭ই জানুয়ারী ‘ফেলুবক্সী’ মুক্তি পেতে চলেছে। মূলত অন্য ধরনের একটি গোয়েন্দা কাহিনী দেখতে চলেছেন দর্শকেরা। নাম শুনে এটাই স্পষ্ট ফেলুদা এবং ব্যোমকেশ বক্সী থেকে অনুপ্রাণিত হয়েছে এই চরিত্রটি। তবে যতই সে আধুনিক মানসিকতার হোক না কেন মনেপ্রাণে সাবেকি বাঙালী।
আরও পড়ুন,
*বর্ধমানের তিনটে জিনিস বিখ্যাত! মিহিদানা, সীতাভোগ আর? তৃতীয় জিনিসের নাম জানালেন এই নায়িকা