প্রেমিকের জন্মদিন! কী বিশেষ বার্তা দিলেন টলি তারকা মধুমিতা? দেখুন ছবি

জন্মদিনে প্রেমিকের উদ্দেশ্যে বিশেষ বার্তা তুলে ধরলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। একগুচ্ছ ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি। সকলেই জানি এখন আর কোনো লুকোচুরি নেই প্রকাশ্যে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীকে নানান বার্তা দিতে দেখা যায় মধুমিতাকে।

বেশিরভাগ সময়টা তারা একসঙ্গে কাটাতেই পছন্দ করেন। কোথাও ঘুরতে যাওয়া থেকে শুরু করে বাড়িতে একান্তে সময় কাটানো! জীবনটা বেশ সুখেই কাটছে মধুমিতার। ২৩ শে জুলাই তার প্রিয় মানুষের জন্মদিন। বলাইবাহুল্য এই বিশেষ দিনটির জন্যই অপেক্ষা করে থাকেন কাছের মানুষেরা।

সেরকমটাই হয়েছে অভিনেত্রীর ক্ষেত্রেও। এদিন একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘সত্যি বলতে, আমি এটাকে কীভাবে ভাষায় প্রকাশ করবো বুঝতে পারছি না। আজ তোমার জন্মদিন, কিন্তু মনে হচ্ছে আমিই সেই ব্যক্তি যে তোমায় পেয়ে আশীর্বাদধন্য।’

‘আমাদের উন্মাদ অভিযান থেকে শুরু করে শান্ত সূর্যাস্ত, পাহাড়ি পথ থেকে শুরু করে কেউ না দেখা ছোট ছোট মুহূর্ত – তোমার সাথে এই যাত্রার প্রতিটি ধাপ আমার খুব ভালো লেগেছে। তুমি আমার সেরা ভ্রমণ সঙ্গী, আমার নিরাপদ স্থান, এবং সাধারণ দিনগুলিকে গল্পে পরিণত করেছো যা আমি চিরকাল বলতে চেয়েছি।’

‘আরও অনেক জন্মদিন, ঘুরে দেখার মতো আরও জায়গা, আরও স্মৃতি তৈরি করার মতো দিন বাকি রয়েছে এবং এমন একটি ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে যা ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। শুভ জন্মদিন, আমার ভালোবাসা। অনন্তকালের জন্য তোমায় ভালোবাসি।’

error: Content is protected !!