নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হতে পারে একাধিক ঘোষণা

চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হতে চলেছে বাঙালির দুর্গোৎসব। আর এই উৎসবে সেজে উঠবে কলকাতার শহরতলী থেকে গোটা বাংলার জেলাগুলিও। এবার তারই প্রস্তুতি শুরু করেছে পুজো কমিটিগুলি। আর সেই প্রস্তুতির লগ্নে আগামী ৩১শে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই বৈঠকে পুজো কমিটির কর্তারা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি বৈঠক হবে।

প্রতি বছর দুর্গা পুজোতে ক্লাবগুলিকে অনুদান দেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এমনই কোনো বার্তা মুখ্যমন্ত্রী রাখতে পারেন বলে মনে করা হচ্ছে। পুজো কমিটির দৃষ্টি এখন সেই দিকেই রয়েছে। এই বৈঠকে থাকবেন রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তারা সহ কলকাতা পুরসভা, দমকল বিভাগ, পুলিশ প্রশাসন, পরিবহণ ও স্বাস্থ্য দফতরের মতো একাধিক পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধির এবং সিইএসসি।

এর পাশাপাশি বৈঠকে মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলির উদ্দেশ্যে একাধিক বার্তা দেন। সেই বার্তায় শব্দবিধি মেনে চলা, ট্রাফিক ও ভিড় নিয়ন্ত্রণ, সকল সম্প্রদায়ের মানুষের জন্য পুজোকে শান্তিপূর্ণ করে তোলা সহ একাধিক বার্তা মেনে চলত বলেন তিনি। মুখ্যমন্ত্রীর সম্প্রীতি বজায় রাখতে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, শিখ সহ প্রতিটি সম্প্রদায়ের দু’জন প্রতিনিধি উপস্থিত থাকার কথা জানানো হয়েছে।

Hshshsujnjdjs

পুজোতে পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, নিরাপত্তা, বিদ্যুৎ সহ কোনও জিনিসের যাতে ঘাটতি না থাকে সে বিষয়ের দিকেও নজর রাখার বিষয়েই আগামী ৩১শে জুলাই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। পুজোর সময় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে যাতে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি কাজ করে সেই বার্তাও এই বৈঠকের মাধ্যমে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি এবছর বৈঠকে কিছু বাড়তি ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই মত পুজো উদ্যোক্তাদের।

error: Content is protected !!