স্থগিত বিয়ের জল্পনার অবসান? স্মৃতি–পলাশ ঘিরে নতুন তথ্য, মুখ খুললেন ভাই শ্রবণ মন্ধানা

স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের ব্যক্তিগত জীবন বর্তমানে যেন এক পূর্ণদৈর্ঘ্য ছবির মতো চমক ও ওঠাপড়ায় ভরা। দীর্ঘদিনের সম্পর্ক, দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতি এগোচ্ছিল দ্রুতই। নির্ধারিত ছিল ২৩ নভেম্বর বিয়ের তারিখ। পাত্রপক্ষ সাঙ্গলী পৌঁছেও গেলেন নিয়মমাফিক। কিন্তু ঠিক সেখানেই নাটকীয় মোড় নেয় ঘটনাপ্রবাহ।

স্মৃতির পরিবার জানায়, তাঁর বাবা আচমকা অসুস্থ হয়ে পড়েছেন, তাই আপাতত বিয়ে স্থগিত রাখতেই হচ্ছে। অপ্রত্যাশিত এই ঘটনার পর থেকেই শুরু হয় নানান জল্পনা-কল্পনা। মাঝের ছয়দিনে যেন পাল্টে যায় ছবিটাই। পলাশ মুচ্ছলকে নিয়ে একাধিক মহিলার অভিযোগ প্রকাশ্যে আসে। কেউ কেউ দাবি করেন, তাঁদের সঙ্গেও নাকি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পলাশের। ফলে পলাশের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বহু নেটিজেন। স্মৃতির ভাই শ্রবণ মন্ধানা ও স্মৃতির কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও reportedly পলাশকে তাঁদের সামাজিক মাধ্যমে ‘আনফলো’ করেন। এ থেকেই গুজব ছড়ায়—হয়তো সম্পর্ক ভেঙেই গেছে স্মৃতি–পলাশের।

এই বিশৃঙ্খলার মধ্যেই হঠাৎ এক নতুন পোস্ট ভাইরাল হয় সমাজমাধ্যমে। সেখানে দাবি করা হয়, ৭ ডিসেম্বরই হচ্ছে স্মৃতি ও পলাশের বিয়ে। শুধু তাই নয়, পলাশের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই ‘ভিত্তিহীন’—এমন কথাও লেখা হয় ওই পোস্টে। স্বভাবতই আবার নতুন করে আলোচনা শুরু হয়—তাহলে কি শেষ পর্যন্ত মিলতেই চলেছেন দু’জন?

এই পরিস্থিতিতে মুখ খুললেন স্মৃতির ভাই শ্রবণ মন্ধানা। তিনি সরাসরি জানান, “বিয়ের তারিখ নিয়ে কোনও তথ্য আমি জানি না। আপাতত বিয়ে স্থগিত রয়েছে বলেই জানি।” তাঁর এই বক্তব্যে আরও বিভ্রান্তি তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। তাহলে কি ৭ ডিসেম্বরের বিয়ের খবর শুধুই গুজব?

আরও পড়ুন
Sreemoyee: চুরি করাই নাকি কাঞ্চনের প্রধান কাজ, জানালেন স্ত্রী শ্রীময়ী

এদিকে সোমবার স্মৃতি–পলাশ কাহিনিতে আরেকটি নতুন দৃশ্য যোগ হয়। মুম্বই বিমানবন্দরে বাবা–মায়ের সঙ্গে দেখা যায় পলাশকে। অনেকে মনে করছেন, আগের ঘটনার পর এবার হয়তো পলাশ ও তাঁর পরিবার আরও সতর্কভাবে এগোচ্ছেন। তবে স্মৃতি বা পলাশ—দু’জনের কেউই এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন
বিশ্বজয়ের আনন্দে কেবিসির মঞ্চে হরমনপ্রীতদের সঙ্গে নাচলেন অমিতাভ

সব মিলিয়ে স্মৃতি মন্ধানা–পলাশ মুচ্ছলের বিয়েকে ঘিরে রহস্য ক্রমেই গভীর হচ্ছে। কবে হবে বিয়ে? আদৌ কি বিয়েটা হবে?—সমস্ত প্রশ্নের উত্তর এখনো অন্ধকারেই। ভক্তরা অপেক্ষায় রয়েছেন স্মৃতি বা পরিবারের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

আরও পড়ুন
অনলাইন বেটিং কাণ্ডে অভিনেত্রী নেহা শর্মার জিজ্ঞাসাবাদ, ইডির নজরে আর কারা?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক