ছোটবেলার স্মৃতি মানেই যে সেগুলো সুন্দর হবে সব সময় কিন্তু তেমনটা হয় না। আমাদের মাঝে এমন অনেকে রয়েছেন যাদের ছোটবেলায় কিছু অন্ধকার অধ্যায় রয়েছে। সম্প্রতি সেরকমই এক কালো স্মৃতির কথা জানিয়েছেন অভিনেত্রী মানিনী দে।
সিদ্ধান্ত কান্নানকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ খুলতে দেখা গিয়েছে তাকে। তিনি বলেন তার জীবনের ছোট্ট একটি অন্ধকার স্থান রয়েছে। যা এখনো অন্ধকারেই রয়েছে। আসলে সাত বছর বয়সে তার এক আত্মীয় একা পেয়ে তার শ্লীলতাহানি করেছিলেন।
আর সেই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে বাঁচতে তিনি বইয়ের পাতার সাহায্য নিয়েছিলেন। কাল্পনিক বন্ধুও তৈরি করেছিলেন। পাশাপাশি তিনি এও বলেন, ‘আমি এসব বলছি মানে কোনও কিছু অস্বীকার করতে চাইছি বা হালকা করতে চাইছি, এমনটা কিন্তু নয়। এটা আমার জীবনে একটা ক্ষতের মতো।’
অভিনেত্রীর মতে, ‘এই ক্ষত সারাতে আমি বাড়িতে অনেক ছায়া পেয়েছি। অনেকেই এই ক্ষত নিরাময়ের চেষ্টা করেছেন। তবে কোথাও না কোথাও সেই ক্ষত সারতে অনেক সময় লেগে যায়। এই কারণেই আজ আমি একজন থেরাপিস্ট হয়েছি। আমার সঙ্গে যা ঘটেছে সেটা অন্য কারোর সঙ্গে হওয়া উচিত নয় ‘
তাকে যখন জিজ্ঞেস করা হয় তার বাবা-মা এই বিষয়ে জানতেন কিনা? উত্তরে তিনি বলেন বহু বছর পর তিনি জানিয়েছিলেন এবং তার বাবা-মা কখনও ওই অপরাধীর মুখোমুখি হননি। একইসাথে বলেন কর্মা কখনো তার ঠিকানা ভোলে না। কারণ, ৫ বছর আগে এক অনুষ্ঠানে ওই অপরাধী তার কাছে ক্ষমা চেয়েছেন। উত্তরে তিনি একটাই কথা বলেন যে, ‘একবার কিছু হয়ে গেলে, সেটা হয়ে যায়।’
আরও পড়ুন,
*সঙ্গীর ঘুম ভাঙানোর রোমান্টিক ৬ উপায়
*১ টিও মশা থাকবে না, বাড়িতে লাগান ৫ গাছ, নাম জানুন