সুন্দরী তরুণীর বাবাকে এক বিশেষ দাঁত উপহার দিতে পারলেই বিয়ে হবে! রইলো অজানা তথ্য

কোনও নারীকে দেখে পছন্দ হতে পারে আবার প্রেমের সম্পর্কও থাকতে পারে। তবে বিয়ে করতে হলে জীবনসঙ্গিনী করতে চাওয়া নারীর পিতা মাতার কাছে বিয়ের আবেদন নিয়ে হাজির হতে হয় পুরুষকে। এমনটা দেখতে পাওয়া যায় প্রাচ্য থেকে পাশ্চাত্য অনেক সমাজে।

এর পর মেয়ের বাবা মা পরখ করে দেখেন যে পুরুষ তাঁর মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক তাঁর সেই সামর্থ্য আছে কিনা। তাঁদের মেয়েকে সুখে রাখতে পারবে কিনা।

তবে এমন একটি জায়গা রয়েছে যেখানে একজন পুরুষ যদি কোনো তরুণীকে বিবাহ করতে চান তাহলে তাঁকে নিজের সামর্থ্য প্রদর্শন করতে একটি বিশেষ দাঁত এনে উপহার দিতে হয় তরুণীর বাবাকে। এমনটা তিনি করতে পারলে তরুণীর বাবা বিয়েতে নিজের সম্মতি দেন। এটাই প্রচলিত প্রথা এখানকার।

ফিজিতে বহু বছর ধরে এই প্রাচীন প্রথা চলে আসছে। এখানে স্পার্ম তিমি নামে এক বিশেষ প্রজাতির তিমির একটি দাঁত উপহার হিসাবে আনতে হয় যুবককে।

বিয়ে
বিয়ে

এরপর ওই দাঁত তুলে দিতে হয় তিনি যে তরুণীকে জীবনসঙ্গিনী করতে চান তাঁর বাবার হাতে। এই দাঁত হাতে পেলে কোনও বাবা তাঁর মেয়ে দিতে নারাজ থাকে না ফিজিতে।

স্থানীয় ভাষায় এই দাঁতকে বলা হয় তাবুয়া। এই রীতি প্রাচীন প্রথা ফিজির। তবে এখন তিমি মাছের শিকার নিষিদ্ধ হয়ে গেছে। ক্রমশ কমে যাচ্ছে এই স্পার্ম তিমির সংখ্যা। ফলেই তার দাঁত পাওয়া ইদানিং খুব মুশকিল হয়ে গিয়েছে। একটি দাঁত যদিও বা কেউ পান তো তার দাম থাকে আকাশছোঁয়া। ভবিষ্যতে কি হবে সেটাই দেখার।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক