জম্মু-কাশ্মীরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম বহু পুলিশ

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার পর কয়েকদিনও কাটেনি। তার মধ্যেই ফের কেঁপে উঠল দেশ। জম্মু-কাশ্মীরের নওগাম থানায় শুক্রবার রাতের ভয়াবহ বিস্ফোরণে আহত হলেন বহু পুলিশকর্মী। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনা নিরাপত্তা মহলে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, দিল্লি বিস্ফোরণ মামলার তদন্তে ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা করছিলেন পুলিশ ও ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি যৌথ দল। সেই পরীক্ষার সময়ই হঠাৎ ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ। এর জেরে থানা ভবনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। উড়ে যায় দেয়াল-জানলার কাচ। আশপাশের এলাকাতেও বিস্ফোরণের কম্পন অনুভূত হয়।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সিনিয়র পুলিশ আধিকারিকেরা। সুরক্ষার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। বিস্ফোরণের পেছনে মানবিক ভুল, প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

প্রসঙ্গত, গত সোমবার হরিয়ানার ফরিদাবাদে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ। পরে জম্মু-কাশ্মীর পুলিশ জানায়, উত্তর ভারতের বিভিন্ন জায়গায় চলা অভিযানে মোট ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। তার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিতে লালকেল্লার সামনে দাঁড়ানো একটি গাড়িতে বিস্ফোরণে মৃত্যু হয় ১৩ জনের। এর পরদিনই ফের বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নওগামে।

বর্তমানে আহত পুলিশকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের পাশাপাশি বিস্ফোরকের উৎস ও বিস্ফোরণ ঘটার সঠিক কারণ জানতে বিশেষ তদন্ত শুরু হয়েছে। পুলিশের দাবি, দ্রুতই এই দুর্ঘটনার প্রকৃত কারণ সামনে আনা হবে।

FAQ

১. নওগাম থানায় কবে বিস্ফোরণ ঘটে?
শুক্রবার রাতে নওগাম থানায় এই বিস্ফোরণ ঘটে।

২. বিস্ফোরণে কারা আহত হয়েছেন?
বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

৩. বিস্ফোরণের সময় থানায় কী চলছিল?
ফরেন্সিক সায়েন্স ল্যাব ও পুলিশের একটি দল অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা করছিল।

৪. বিস্ফোরণের কারণ কী বলে ধারণা করা হচ্ছে?
পরীক্ষাধীন অ্যামোনিয়াম নাইট্রেট থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক অনুমান।

৫. থানার কতটা ক্ষতি হয়েছে?
থানার বেশ বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

৬. বিস্ফোরণের পর এলাকাটি কীভাবে নিরাপদ করা হয়েছে?
সমগ্র এলাকা ঘিরে রেখে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

৭. আহতদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে?
আহত পুলিশকর্মীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৮. বিস্ফোরণের সঙ্গে দিল্লির বিস্ফোরণের কোনও যোগ আছে কি?
উদ্ধার হওয়া বিস্ফোরকের উৎস নিয়ে মিল পাওয়া যাচ্ছে বলে তদন্তকারীদের সন্দেহ।

৯. ফরিদাবাদ থেকে কী উদ্ধার করা হয়েছিল?
তদন্তে ফরিদাবাদ থেকে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়।

১০. মোট কত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সম্প্রতি?
উত্তর ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে মোট ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে।

১১. বিস্ফোরণের সময় কি কোনও নাগরিক আহত হয়েছেন?
প্রতিবেদন অনুযায়ী শুধুমাত্র পুলিশকর্মীরাই আহত হয়েছেন।

১২. তদন্ত কোন সংস্থা করছে?
জম্মু-কাশ্মীর পুলিশ ও ফরেন্সিক টিম যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

১৩. বিস্ফোরণটি দুর্ঘটনা নাকি নাশকতা?
এটি দুর্ঘটনা নাকি নাশকতা—তা এখনও নিশ্চিত নয়; তদন্ত চলছে।

১৪. বিস্ফোরণের ফলে আশপাশের এলাকায় কি ক্ষতি হয়েছে?
কম্পন অনুভূত হলেও বড় ধরনের বাইরের ক্ষতির খবর নেই।

১৫. তদন্ত কতদিন চলবে বলে অনুমান?
সঠিক কারণ নির্ধারণে সময় লাগতে পারে, তবে পুলিশ দ্রুত রিপোর্ট দেওয়ার চেষ্টা করছে।

#KashmirBlast #NowgamPoliceStation #BreakingNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক