গৃহশূন্য বৃদ্ধার ঝুলিতে রাজার ধন! নোটের বান্ডিল দেখে পুলিশের চোখ উঠে গেল চরক গাছে

পথে ঘুরে বেড়ায়, লোকজনের কাছে চেয়ে চিনতে দিন কাটছে তার! লোকজন খেতে না দিলে দুবেলা কোন খাবার জোটে না তার। অথচ দুর্ঘটনায় পড়তেই সেই গৃহশুণ্য বৃদ্ধার ঝুলিতে দেখা গেল রাজার ধন। যা দেখে পুলিশেও হতবাক।

গত শনিবার গভীর রাতে দেগঙ্গায় টাকি রোডের পাশে পথ দুর্ঘটনায় আহত হয় গৃহশূন্য বৃদ্ধা। এলাকা বাসীদের সহযোগিতা নিয়ে উদ্ধার করে পুলিশ। বৃদ্ধার শেষ সম্বল ছিল একটি পুটলি। পুলিশ সেই পুটলি খুলে দেখে নগদ লক্ষ লক্ষ টাকা। গৃহত্যাগ বৃদ্ধার ঝুলিতে ছিল প্রায় দেড় লক্ষ টাকা। স্থানীয় সূত্রের সংবাদ, ওই বয়স্ক মহিলা অনেক বাজারে ভিক্ষে করতেন।

আগের দিন গভীর রাতে দেগঙ্গার কালিয়ানি এলাকায় টাকি রোডের পাশে ঝোপের মধ্যে গৃহশুণ্য বৃদ্ধাকে রক্তমাখা অবস্থায় পায় রাস্তার লোকজন। সংবাদ পাঠানো হয় দেগঙ্গা পুলিশ স্টেশনে।

দেগঙ্গা থানার পুলিশ তাকে উদ্ধার করে। বিশ্বনাথপুর গ্রামীণ এক হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় ডাক্তার তার কাছ থেকে গুচ্ছ গুচ্ছ ১০০, ২০০, ও ৫০০ নোট পাওয়া গেছে।

আর কিছু খুচরো পয়সা পাওয়া যায়। তার মোট মূল্য ছিল ১ লক্ষ ৫৬ হাজার টাকা। গৃহশুণ্য বৃদ্ধার কাছের লক্ষ লক্ষ টাকা দেখে পুলিশ ও এলাকাবাসীরা হতভাগ। পুলিশ টাকাগুলি উদ্ধার করেছে। বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে।

error: Content is protected !!