টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। সম্প্রতি পুজোতে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘রক্তবীজ ২’। বক্স অফিসে দারুণ ব্যবসা করছে ছবিটি। তবে আপাতত আর ছবির প্রোমোশন নয়, বরং ‘বিকিনি গার্ল’ এখন শারি পরে বাড়ির পুজোতে মত্ত। নিজের হাতেই সকলকে দিচ্ছেন অষ্টমীর অঞ্জলির ফুল। পর্দার মিমি চক্রবর্তীর সঙ্গে যে বাস্তবের মিমি চক্রবর্তীর বিস্তর ফারাক তা স্পষ্ট। বাস্তবের মিমি অনেকটাই মাটির মানুষ, বাস্তববাদী, সংযত।
তিনি তার বাড়িতে পুজো শুরু হওয়ার পর সেখানেই প্রতিদিন কাটাচ্ছেন। অষ্টমীতে তাকে দেখা গেলো চওড়া লাল পাড়ের হলুদ রঙের কাঞ্জিভরম সিল্ক শাড়িতে। তার চুলে খোঁপা। হলুদ শাড়ির সঙ্গে মানানসই সোনার গয়নায় নিজেকে সাজিয়ে তুলেছেন অভিনেত্রী। যখন চারিদিকে মানুষ ঠাকুর দেখতে বের হচ্ছেন কিংবা বন্ধুদের সঙ্গে নানান জায়গায় পার্টিতে মগ্ন, সেইসময় মিমি চক্রবর্তী এসবের ধার দিয়ে যান না।
বরং এই কটা দিন তিনি নিজের পরিবারকে সময় দেন। বাড়িতে থাকেন ও সেখানেই বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। ‘রক্তবীজ ২’-এর পুলিশ অফিসার সংযুক্তার সঙ্গে বাস্তবের মিমির যেনো আকাশপাতাল তফাত। কাছের মানুষ যেমন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, পোশাক পরিকল্পক অভিষেক রায় সহ একাধিক বন্ধুর সঙ্গে আড্ডা দেন অভিনেত্রী।
সারাবছর শ্যুটিং-এ ব্যস্ত থাকেন তিনি। আর তাই পুজোর ক’টা দিন বাড়ি থেকে বের হন না। তবে সমুদ্র সৈকতে ঝড় তোলা ‘বিকিনি গার্ল’-এর বাঙালি কন্যার সাজে শাড়ি পরিহিত অবস্থায় দেখতে গেলে অনেকের চোখেই ধাঁধা লেগে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে ‘রক্তবীজ ২’, যা সিনেমা দেখে বের হওয়া মানুষের হাসিতেই স্পষ্ট।