Mimi: দীপাবলীর আগে সকলের উদ্দেশ্যে বিশেষ বার্তা তুলে ধরলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। অবলা প্রাণীদের হয়ে সকলের কাছে একপ্রকার অনুরোধ করেছেন তিনি। হয়তো অনেকেই জানেন সারমেয়দের ভীষণই ভালোবাসেন মিমি। তার কাছে এমন কয়েকজন সদস্য রয়েছে।
তাদের হয়েই মাঝেমধ্যে বিভিন্ন তথ্য তুলে ধরেন সকলের সামনে। এবার সেরকমই দীপাবলীর আগে একটি বিশেষ বার্তা দিয়েছেন একটি ভিডিওর মাধ্যমে। যেখানে তিনি বলছেন, ‘দীপাবলীর আগে এই সময়টায় আমরা অনেকেই আপনাদের কাছে বিশেষ আর্জি নিয়ে আসি। মূলত অবলা প্রাণীদের হয়েই আমরা এই কথা বলতে এসেছি।’
‘আমি এটা কখনোই বলবো না যে বিভিন্ন বাজি ফাটালে পরে পরিবেশ দূষিত হয়। কারণ, এমন অনেকে রয়েছেন যারা বলবেন যে গোটা পৃথিবীতে অনেকেই দীপাবলীর সময় বাজি ফাটিয়ে থাকেন। তবে আমি একটা কথাই বলবো আপনারা এই সময় সারমেয় ও পাখি ইত্যাদির খেয়াল রাখবেন।’
‘আমি জানি আপনারা সবকিছুই জানেন, সবকিছুই বোঝেন তবুও যখন আপনারা কোনো বিকল্প বেছে নেওয়ার হলে ভালোটা কেন বেছে নেবেন না? সকলকে দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা। শান্তিতে থাকুন।’ তার এই ভিডিওটি দেখে প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনদের একাংশ।
কারণ, এমন অনেক তারকারাই রয়েছেন যারা মুখে বড়ো বড়ো কথা বললেও কাজের বেলায় কিন্তু কখনোই কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। নিজেরা দিব্যি ধূমপান করেন অথচ পরিবেশ দূষণের জ্ঞান দিতে আসেন সকলকে। সেদিক থেকে মিমি শুধুমাত্র প্রাণীদের কথা ভেবেই এই অনুরোধ করেছেন দর্শকদের উদ্দেশ্যে।
বিনোদন
“তুমি ওই ভাবে নাচতে পারো না”, আইটেম ডান্সার মালাইকার সবেতেই আপত্তি ২২ বছর বয়সের ছেলে আরহানের