ভোটের জন্য নাচবেন মোদী, কটাক্ষ রাহুলের; পাল্টা বিজেপির

বিহারের জনসভায় রাহুল গান্ধীর মন্তব্য—ভোটের জন্য নাচতেও পারেন প্রধানমন্ত্রী মোদী। কংগ্রেস নেতার এই কটাক্ষে বিজেপির পালটা, ‘গরিবদের অপমান।’

বিহারের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজা চরমে। মুজফ্ফরপুরে মহাগঠবন্ধনের জনসভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তাঁর কটাক্ষ, “ভোটের জন্য যা বলবেন, তাই করবেন মোদীজি। যদি বলা হয়, নেচে দিন—নেচেও দেবেন।”

রাহুলের কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু ভোট পাওয়ার জন্য যেকোনও নাটক করতে পারেন। তিনি বলেন, “ভোটের জন্য যদি বলা হয়, স্টেজে এসে নাচুন, নেচেও নেবেন মোদী।”

একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন রাহুল। তাঁর দাবি, বিহারের সরকার আসলে “রিমোট কন্ট্রোলে” চলে। নীতীশ কুমার কেবল মুখ্যমন্ত্রী হিসেবে মুখ, নিয়ন্ত্রণ বিজেপির হাতে। “তিন-চারজন মানুষ বিহার সরকার চালাচ্ছে,” মন্তব্য রাহুলের।

তবে এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলের নেতা প্রদীপ ভান্ডারি বলেন, “রাহুল গান্ধী স্থানীয় গুন্ডাদের মতো ভাষা ব্যবহার করেছেন। গরিব মানুষদের অপমান করেছেন, যাঁরা প্রধানমন্ত্রী মোদীকে ভোট দিয়েছেন।”

বিহারের রাজনীতিতে এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা চরমে।

#RahulGandhi #NarendraModi #BiharElections #Congress #BJP #IndianPolitics #Muzaffarpur #Election2025 #PoliticalNews #India

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক