বিয়ের এক বছর কাটতে না কাটতেই পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী অনন্যা পান্ডে খুড়তুতো বোন তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আলানা পান্ডে! স্বামী আইভর ম্যাক্রে’র সাথে একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘এখানে আমাদের ছোট দেবদূত রয়েছে।’
ছবিতে দেখা যায় সদ্যোজাত ছেলেকে কোলে নিয়ে বসে রয়েছেন আলানা এবং তার স্বামী। এই পোস্টটি পুনরায় শেয়ার করে অনন্যা লিখেছেন, ‘অভিনন্দন আমার সুন্দর ভাগ্নে এখানে রয়েছে।’ যা দেখার পর তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন সকলে
২০২৩ সালের মার্চ মাসে মহা-আড়ম্বরের সাথে গাঁটছড়া বাঁধেন আলানা এবং আইভর। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের তাবড়-তাবড় তারকারা। যে তালিকায় রয়েছেন শাহরুখ খান থেকে শুরু করে আদিত্য রায় কাপুর প্রমুখ। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন আলানা।
অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাই চিক্কি পান্ডের মেয়ে আলানা। তার মা ডিন পাণ্ডে একজন ওয়েলনেস কোচ এবং লেখিকা। তার ছোট ভাই আহান পান্ডে, যিনি চলচ্চিত্র নির্মাতা মোহিত সুরির আসন্ন সিনেমার মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন। যেটি প্রযোজনা করবে আদিত্য চোপড়ার ‘যশরাজ ফিল্মস।’
অন্যদিকে ইনস্টাগ্রামে ১.৬ মিলিয়নেরও বেশি অনুগামী রয়েছে আলানার। খুব শীঘ্রই তিনি ‘প্রাইম ভিডিয়ো ইন্ডিয়া’র রিয়্যালিটি শো ‘দ্য ট্রাইব’ এর মাধ্যমে পর্দায় আত্মপ্রকাশ করবেন। যা প্রযোজনার দায়িত্বে রয়েছে করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশন’। এই শো মূলত ভারতের শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জীবনকাহিনী ঘিরে তৈরি হবে।