দীর্ঘ অপেক্ষার অবসান! মুক্তি পেলো বহুপ্রতীক্ষিত সিনেমা ‘মৃগয়া’র ট্রেলার। যা দেখার পর সকলের একটাই মতামত এই সিনেমা সুপারহিট হতে চলেছে। হয়তো অনেকেই জানেন এই সিনেমাটি তৈরি হয়েছে একটি সত্য ঘটনা অবলম্বনে, যেটি ঘটেছিল ২০২২ সালে। আর সেই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত অফিসার দেবাশীষ দত্ত এই গল্পটি লিখেছেন।
২০২২ সালে সোনাগাছির এক যৌনকর্মী রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। মূলত একটি অসামাজিক চক্র ছিল এই ঘটনার পেছনে। কীভাবে কলকাতা পুলিশের একটি দল সেই চক্রের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেন এবং তাদের কোন কোন ঘটনার সম্মুখীন হতে হয়েছে সেই নিয়েই তৈরি হয়েছে সিনেমার গল্প।
সেখানে প্রধান চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জী, অনির্বাণ চক্রবর্তী, সায়ন দাস, প্রিয়াঙ্কা সরকার প্রমুখদের। যৌনকর্মীর ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। সিনেমাটির বেশিরভাগ অংশই শ্যুট করা হয়েছে কলকাতা, হাওড়া এবং জামশেদপুরে।
সিনেমাটি পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ। ট্রেলার থেকে জানা গিয়েছে সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৭শে জুন। উল্লেখযোগ্য, মানিকতলা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার দেবাশীষ দত্ত, যিনি ধীরে ধীরে প্রবেশ করছেন অভিনয় জগতে।
সাধারণত পুলিশ অফিসার হওয়ার দরুন তাকে নানান ঘটনার সম্মুখীন হতে হয়। সে সবই তিনি গল্পের আকারে প্রকাশ করেন। ২০২৪ সালে ঘোষণা করা হয়েছিল তার এই গল্পটি নিয়ে একটি সিনেমা তৈরি হবে। সেই অপেক্ষারই অবসান ঘটতে চলেছে। হাড়হিম করা কিছু সত্য ঘটনার সাক্ষী হতে চলেছেন দর্শকেরা।