MS Dhoni Birthday: ৪৩ বছর পূর্ণ, এবছর জন্মদিনে কোথায় কেক কাটলেন ধোনি?

আজ রবিবার ৪৩ বছর পূর্ণ করলেন ভারতের জাতীয় ক্রিকেট দল ও আইপিএল-এর সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রাঁচিতে এই কিংবদন্তি ক্রিকেটারের জন্ম ১৯৮১ সালের ৭ জুলাই । মাঝরাতের পর থেকেই ভক্তরা জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিতে শুরু করেছেন ধোনিকে। বর্তমানে তিনি স্ত্রী সাক্ষীর সঙ্গে মুম্বইয়ে রয়েছেন।

অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে বিশেষ আমন্ত্রিত ধোনি পরিবার। সেখানেই কেক কেটে জন্মদিন পালন করলেন মহেন্দ্র সিং ধোনি। পাশো ছিলো মাত্র কয়েকজন বন্ধু। পাশাপাশি একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার এবং চলচ্চিত্র তারকা-সহ বহু বিশিষ্ট ব্যক্তি অনন্ত-রাধিকার বিয়েতে আমন্ত্রিত। তাঁরা সকলেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন ধোনিকে।

কিংবদন্তি ক্রিকেটার ধোনির জন্মদিনে চেন্নাই সুপার কিংসের বিশেষ আয়োজন

তিনি অধিনায়কত্ব ছেড়ে দিলেও ধোনিএখনও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তাই তাঁর জন্মদিন যে সিএসকে শিবিরে এক অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এই বিশেষ দিনে নানা আয়োজন করা হয়েছে সিএসকে ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকদের পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়াতে পোস্টের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানো হচ্ছে ধোনিকে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক