লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একাধিক কুমির, আতঙ্কে গুজরাটের বরোদাবাসীরা

লোকালয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে একাধিক কুমির। আর এই কুমিরের ভয়ে তটস্থ গ্রামবাসী। এমনই চিত্র ধরা পড়েছে গুজরাটের বরোদা অঞ্চলে। সেখানকার গ্রামবাসীরা আতঙ্ক ভুগছেন। গত কয়েদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে গুজরাটে। তার জেরে জলস্তর বেড়ে গিয়েছে বিপদসীমার কাছে। এর ফলে একাধিক লোকালয় জলের তলায় চলে গিয়েছে। কিছু বাড়ির নীচের তলা জলের নীচে ডুবে গিয়েছে এবং জল ছাদের কাছাকাছি চলে এসেছে।

তবে দুর্ভোগ এখানেই শেষ নয়। এর পাশাপাশি রয়েছে কুমিরের ভয়। ইতিমধ্যে বন্যা কবলিত গুজরাটে গত কয়েকদিন ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে বৃষ্টির ফলে বেড়ে গিয়েছে বিশ্বামিত্রি সহ একাধিক নদীর জলস্তর। ওই নদীর কুমির লোকালয়ে ঢুকে পড়েছে। বিশ্বমিত্রি নদী বয়ে গিয়েছে বরোদা শহরের মাঝখান থেকে। আর সেই নদীর জল বেড়ে গিয়েছে ৯ ফুট। নদীর দুই পাশে রয়েছে ঘন জনবসতিপূর্ণ এলাকা।

সম্প্রতি সমাজ মাধ্যমে লোকালয়ে কুমির ঘুরে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে মরা কুকুর নিতে ঘুরে বেড়াচ্ছে কুমির। আরেকটি কুমিরকে দেখা গিয়েছে নীচু বাড়ির ছাদে উঠে পড়তে। এদিকে বন্যা কবলিত জায়গা থেকে ১৮ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার গুজরাটের ১১টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এতেই উদ্বেগ আরও বাড়ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। আর এর ফলে গুজরাটে ভারী বৃষ্টি হচ্ছে বলে মনে করা হচ্ছে। এদিকে গুজরাটের বন্যার পরিস্থিতি নিয়ে জানতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের তরফে রাজ্যকে সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে।

গুজরাটের ভারি বৃষ্টির ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে জামনগর, দেবভূমি দ্বারকা, রাজকোট, পোরবন্দর সহ একাধিক অঞ্চল। সেখানকার জলমগ্ন এলাকাগুলি থেকে বাসিন্দাদের উদ্ধার করতে কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও ভারতীয় সেনা।

আরও পড়ুন,
*দেবেকে নতুন অবতারে দেখে চমকে গেলেন ভক্তরা, কবে মুক্তি পাচ্ছে ‘খাদান’?