Zubeen Garg : জ়ুবিন গার্গের মৃতদেহের ফের ময়নাতদন্ত করতে হবে এমনটাই নির্দেশ অসম সরকারের। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছিল জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। কিন্তু তার পরও থেকে গিয়েছিল বেশ কিছু ধোঁয়াশা। সেকারনে ফের ময়নাতদন্তের নির্দেশ দেয় অসম সরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, মঙ্গলবার গায়কের মৃতদেহের দ্বিতীয় বার ময়নাতদন্ত করা হবে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
ফের ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে না ফেরার দেশ চলে গিয়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। সেখানে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর সহযোগী দল। মৃত্যুর আগের রাতে তাঁরা একসঙ্গে পার্টি করেছিলেন, এমনকি মদ্যপানের কথাও উঠে এসেছে। এছাড়া স্কুবা ডাইভিং-এর সময়ে লাইফ জ্যাকেট পরেননি জুবিন। কেন এমন গাফিলতি? ক্রমেই দানা বাঁধছে প্রশ্ন। তাই ফের ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অসমের মুখ্যমন্ত্রী কী জানিয়েছিন
অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একটি নতুন দাবি উঠেছে সমাজমাধ্যমে। সকলে নতুন করে ময়নাতদন্তের দাবি তুলেছেন। তাই জ়ুবিনের পরিবারের থেকে সম্মতি নিয়ে সরকার ফের ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তিনি আরও জানিয়েছেন এই ময়নাতদন্ত হবে মঙ্গলবার। ব্যক্তিগত ভাবে ফের প্রয়াত গায়কের শরীরে ‘কাঁচি’ চালানোর পক্ষপাতী নন তিনি। কিন্তু মানুষের প্রশ্নের উত্তর দিতে এবং যাতে করে কোনও রকমের কোনো রাজনৈতিক বিতর্ক না তৈরি হয়, সেকারণেই এই সিদ্ধান্ত।
জলে নাকি ভয় পেতেন জ়ুবিন

উল্লেখযোগ্য বিষয় হল, জলে নাকি ভয় পেতেন জ়ুবিন! তা সত্ত্বেও গায়েককে স্কুবা ডাইভিং করতে বলা হল কোন যুক্তিতে? তা নিয়েও উঠেছে প্রশ্ন। তাঁর সঙ্গে যথেষ্ট নিরাপত্তার অভাব ছিল বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন,
মিমির গলায় গান শুনে হতবাক অঙ্কুশ! প্রশংসার ভাষা খুঁজে পেলেন না অভিনেতা