রামকৃষ্ণ মিশন পাহারায় বাংলাদেশের মুসলিম ভাইয়েরা! পড়শিদের নিয়ে কী লিখলেন ঋদ্ধি-পরমব্রত

দীর্ঘদিন ধরে চলে আসা ছাত্র আন্দোলনের চিত্রটি যেনো বদলে গেলো গতকাল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন। আর এরপর দেশ জুড়ে শুরু হয় চরম বিশৃঙ্খলা। ভাঙচুর, লুঠতরাজ চলতে থাকে। এর পাশাপাশি দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নেমে আসে। অনেক হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর ও খুনের ঘটনা ঘটেছে।

বর্তমানে বাংলাদেশে এক অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওপার বাংলার চরম বিশৃঙ্খলায় ইতিমধ্যে এপার বাংলা সহ বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলিতে বিএসএফ-এর উপর জারি করা হয়েছে হাই এলার্ট। এদিকে বাংলাদেশের এই চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে চলছে হিন্দু মন্দির ভাঙা ও জ্বালিয়ে দেওয়ার মতন ঘটনা৷ তবে মুদ্রার যেমন দু’টি পিঠ হয় তেমনই দেখা গিয়েছে হিন্দু মন্দিরগুলিকে রক্ষা করছে মুসলিম ভাইয়েরা।

এবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন টলিউড অভিনেতা ঋদ্ধি সেন। তিনি যে পোস্টটি শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে মুসলিম ভাইয়েরা জড়ো হয়ে হিন্দু মন্দির পাহাড়া দিচ্ছে। এই ছবি শেয়ার করে ঋদ্ধি লিখেছেন, “সোশাল মিডিয়া নামক পরমাণু বোমার চেয়েও ভয়ানক আবিষ্কারের মধ্যে থেকে একটা চেষ্টা করে যেতে হবে, সত্যের বদলে মিথ্যের বিস্ফোরণ যাতে না ঘটে।”

তিনি আরও লেখেন, “এই মুহূর্তে বাংলাদেশে ঘটে চলা বীভৎসতা এবং ভুলের মাঝে চেষ্টা করতেই হবে সত্যিটা এগিয়ে রাখার, কোনও দেশের সাধারণ খেটে খাওয়া নাগরিক সন্ত্রাসবাদী, মৌলবাদী নন। রাজনীতি এবং রাজনৈতিক দলগুলো শেষ অবধি সন্ত্রাসবাদী। এই মুহূর্তের পরিস্থিতি জবাবের বদলে পালটা জবাব, ঘৃণার বিরুদ্ধে পালটা ঘৃণা, ধ্বংসের বিরুদ্ধে পালটা ধ্বংসের নয়।”

এরপর তিনি আরও লেখেন, “‘ছাত্র আর মৌলবাদীদের এক করে দেবেন না, এই সময়টা সব থেকে কঠিন, যে সময় একটা সরু সুতোর ওপর হাঁটতে গিয়ে অধিকাংশই পড়ে যায় অন্ধকার ঘৃণার গহ্বরে। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার মতো লজ্জাজনক এবং ভয়ানক চিত্রের পাশাপাশি একটা অন্য দৃশ্যও চলছে, অনুরোধ করছি, সেটাকে এড়িয়ে যাবেন না। দুই দেশের মাটি, জল, হাওয়ার গতিপথ মিশে আছে, সেই রাস্তায় কোনও সাম্প্রদায়িকতা নেই, থাকতে দেবেন না, দয়া করে এই ভাবনার বিরুদ্ধে রুখে দাঁড়ান।”

ঋদ্ধি সেনের এই পোস্ট শেয়ার করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। যদিও তিনি কিছুই লেখেননি। তবে শুধুমাত্র নিজের স্টোরিতে পোস্টটি শেয়ার করেছেন। এর পাশাপাশি এই বিষয়ে স্বস্তিকাকেও কলম ধরতে দেখা গিয়েছে। হিন্দুদের উপর হওয়া অত্যাচার প্রসঙ্গে তিনি তার লেখা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন
*‘স্বাধীনতা অর্থহীন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ’, শান্তির ডাক আজমেরী হক বাঁধনের
*‘… তাদেরও শাস্তি হওয়া উচিৎ’, আর জি কর কাণ্ড নিয়ে সরব পরমব্রত

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক