এই ব্যাগটির মূল্যে ২০০ টি আইফোন ১৬ এস ক্রয় করা যাবে! বলতে পারবেন ব্যাগের দাম কত?

kmc 20240930 181314 mGBJVtCl5a

কান চলচ্চিত্র অনুষ্ঠান, যদি চলচ্চিত্র জগতের বহুর মধ্যে সেরা একটি রঙ্গমঞ্চ হয়, তাহলে প্যারিস ফ্যাশন উইকও ফ্যাশন জগতে তেমন একটি স্থান। পৃথিবীর বিভিন্ন প্রান্তের নামিদামি সমিতি তাদের বাছাই করা জিনিস নিয়ে মিলিত হয় ওই রঙ্গমঞ্চে। উপস্থিত থাকেন হলিউড, বলিউডের বিখ্যাত লোকেরাও।

বস্ত্র ,ব্যাগ ,জুতো, অলংকার- এমন কি নেই ওই লিস্টে! ওইসব জিনিস দেখার জন্য আগ্রহী হয়ে থাকেন গোটা বিশ্বের বিলাসবহুল লোকজনরা। এবছর ওইখানকার স্প্রিং-সামার কালেকশন স্থান করে নিয়েছে ১৮ ক্যারট সোনা দিয়ে বানানো ন্যানো ব্যাগ। ওই ব্যাগের মূল্যে নাকি ২০০টি আইফোন ১৬ এস ক্রয় করা যায়।

বিবরণ অনুযায়ী, সোনার কাজ করা ঐ ব্যাগটি রাবনে এবং অলংকার প্রস্তুতকারী ফরাসি প্রতিষ্ঠান আর্থাস বার্ট্রান্ডের মিলিত উৎসাহে তৈরি হয়েছে। তবে এটি শুধুমাত্র ফ্যাশন জগতে অভিনব সংযুক্ত বিবরণ নয়, ব্যাগটির সাথে মিশে রয়েছে ইতিহাস। ১৯৬৮ সালে ফরাসি শিল্পী ফ্রাঁসোয়া হার্ডির পরনে দেখা গিয়েছিল পৃথিবীর সবচেয়ে বেশি মূল্যের বস্ত্র।

ওই বিশেষ পোশাকটি তৈরি করেছিল সোনা ও হিরা দিয়ে, শৌখিন সামগ্রী তৈরি প্রতিষ্ঠান “প্যাকো রাবনে”। এই বছর জুন মাসে মারা যায় শিল্পী। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতেই এই ন্যানো ব্যাগটি প্রস্তুত করার সংকল্প করেন দুই প্রতিষ্ঠান।

1727616451 bag inside O54Bvv5C0A

১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে প্রস্তুত করা এই ব্যাগটির দাম ২৫০,০০০ ইউরো। ভারতীয় টাকা হিসাব করলে ব্যাগটির মূল্য হতে পারে প্রায় ২ কোটি ৩২ লক্ষ টাকা। ব্যাগটি প্রস্তুত করতে সময় লেগেছে প্রায় ১০০ ঘন্টা।