20240714 091407

নয়নতারা ফুলের নাম শোনেননি এমন মানুষ নেই বললেই চলে। রাস্তার আশেপাশে বা কারোর বাড়িতে হামেশাই এই ফুলগাছ লক্ষ্য করা যায়। সাধারণত পুজোর কাজে ব্যবহৃত হয় এই ফুলটি। সাদা এবং গোলাপি ছাড়াও বেশ কিছু রঙে এই গাছটি পাওয়া যায়।

এতোদিন পর্যন্ত আপনারা শুধু এই ফুল গাছ দিয়ে পুজো করে এসেছেন, তবে আজ আমরা বলবো এই গাছের ঔষধি গুণ সম্পর্কে। আয়ুর্বেদে দীর্ঘদিন ধরেই এই গাছের ব্যবহার চলে আসছে। এই ফুলগাছ এমন এমন কঠিন রোগ সারাতে সক্ষম যা জানলে অবাক হয়ে যাবেন আপনি।

উচ্চ রক্তচাপ, সুগার, ক্যান্সার ছাড়াও একাধিক রোগ সারাতে সক্ষম এই গাছ। আসুন তাহলে জেনে নিন কোন রোগের জন্য কীভাবে এই ফুলগাছ ব্যবহার করবেন।

যদি কারো সুগারের সমস্যা থাকে তাহলে এই ফুল কয়েকটি শুকিয়ে গুঁড়ো করে ঘরে রাখুন। এরপর খালি পেটে গরম জলে বা দুধে মিশিয়ে সেটি নিয়মিত খাবেন। দেখবেন আপনার সুগার অনেকটাই কমে গিয়েছে।

সুগার কমাতে এই গাছের পাতাও বিশেষ উপযোগী। আপনি প্রতিদিন খালি পেটে কয়েকটি পাতা চিবিয়ে খেতে পারেন। এছাড়াও ফুল রাতে ভিজিয়ে সেই জল সকালে পান করতে পারেন।

আপনি যদি আপনার উচ্চ রক্তচাপ কমাতে চান তাহলে কয়েকটি নয়নতারা ফুলের পাতা পিষে রস বের করুন। এবার সেই রস ২-৩ লিটার জলে মিশিয়ে পান করুন। দেখবেন রক্তচাপ নিয়ন্ত্রণে চলে এসেছে।

বর্তমানে এমন অনেক মেয়েরাই রয়েছেন যাদের মাসিকচক্র জনিত সমস্যা রয়েছে। খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এজন্য আপনাকে কয়েকটি নয়নতারা ফুল জলে ফুটিয়ে সেই রস পান করতে হবে।