সম্প্রতি এবার শ্বশুরবাড়ির সমস্ত সদস্যদের সাথে ভাইপো রিওর জন্মদিন উদযাপনের সুন্দর মুহূর্তগুলিকে তুলে ধরলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটু বেশি সক্রিয় থাকেন তিনি। আগে যদিও সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকতেন।
তবে শ্রীময়ী তার জীবনে আসার পর থেকে নাকি এখন বিভিন্ন মুহূর্তগুলিকে তুলে ধরছেন সকলের সাথে। সেরকমই শ্রীময়ীর ভাইপো রিওর জন্মদিনে উপস্থিত হয়েছিলেন তারা। যেখানে জন্মদিন উদযাপনের একঝাঁক ছবি তুলে ধরেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
ছবিতে দেখা যাচ্ছে সমস্ত সদস্যদের সাথে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন কাঞ্চন এবং শ্রীময়ী। কখনো আবার রিওকে কোলে ধরে ছবি তুলেছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘ছোট্ট ভাইপো রিওর জন্মদিনে খুড়শ্বশুর, জ্যাঠশ্বশুর তদসহ শাশুড়ি এবং শালা-শালীদের সাথে সুন্দর মুহূর্ত।’
এদিন অনুষ্ঠানে একই রঙের পোশাক পরেছিলেন কাঞ্চন এবং শ্রীময়ী। কাঞ্চনের পরনে ছিল কালো রঙের শার্ট-প্যান্ট এবং শ্রীময়ী পরেছিলেন কালো রঙের জমকালো শাড়ি। সকলের সাথে এই মুহূর্তগুলোকে ভীষণভাবে উপভোগ করেছেন তারা, যা বোঝা গিয়েছে তাদের হাসিমুখ দেখেই।
উল্লেখযোগ্য, এর আগে কাঞ্চন জানিয়েছিলেন তিনি একটু মুখচোরা স্বভাবের। নিজের জীবন সম্পর্কে খুব বেশি তথ্য সকলের সাথে ভাগ করে নিতে পছন্দ করেন না। তবে শ্রীময়ী তার জীবনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে শিখেছেন। আগের থেকে অনেক বেশি খোলামেলা হয়েছেন।
আরও পড়ুন,
*ফেরত পাবেন রোজভ্যালি চিটফান্ডের টাকা, কীভাবে ফেরত পাবেন প্রতারিতরা? জানুন