‘এই একজন গাঙ্গুলিকেই ভালো লাগে’, দেবের মন্তব্যে নতুন বিতর্ক

জিৎ গঙ্গোপাধ্যায়কে জড়িয়ে ধরে দেবের মন্তব্য, ‘এই একজন গাঙ্গুলিকেই আমার পছন্দ’। শুভশ্রীকে কটাক্ষ করলেন? ইন্ডাস্ট্রিতে ছড়াল নতুন বিতর্ক।

সম্প্রতি কোয়েল মল্লিক ও কৌশিক সেন অভিনীত ‘স্বার্থপর’ ছবির বিশেষ প্রদর্শনীতে হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা। কোয়েলের বাবা রঞ্জিত মল্লিকের উপস্থিতিতে যেন জমে উঠেছিল তারকাখচিত সন্ধ্যা।

এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন দেব ও জিৎ গঙ্গোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনের শেয়ার করা এক ভিডিয়োয় দেখা যায়, দেব সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়কে জড়িয়ে ধরে বলেন, “এভার গ্রীন গাঙ্গুলি। আমার সবচেয়ে প্রিয় মানুষ।” কিন্তু ঠিক পর মুহূর্তেই দেবের মুখ থেকে বেরিয়ে আসে সেই বিতর্কিত বাক্য— “এই একজন গাঙ্গুলিকেই আমার পছন্দ।”
এই মন্তব্য ঘিরেই জল্পনা তুঙ্গে। দেব কি ইঙ্গিত করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিকে?

প্রসঙ্গত, বহু বছর পর ‘ধুমকেতু’ ছবির প্রচারে দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা গেলেও, পরবর্তীতে তাদের মধ্যে সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে আসে। শুভশ্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবের মন্তব্যে আঘাত পাওয়ার কথাও জানান।

তাই দেবের এই সাম্প্রতিক মন্তব্যকে অনেকেই শুভশ্রীর প্রতি কটাক্ষ হিসেবেই দেখছেন। ফলত, ইন্ডাস্ট্রির অন্দরে আবারও শুরু হয়েছে দেব-শুভশ্রী বিতর্কের নতুন অধ্যায়।

বিনোদন
বস্টন থেকে পাশ করে কী করছেন এখন ঋতুপর্ণার ছেলে অঙ্কন?

#Dev #JeetGanguly #ShubhashreeGanguly #Tollywood #Swarthopor #BengaliCinema #DevComment #TollywoodNews #BengaliEntertainment #CelebrityNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক